• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, হাওড়া কালকা মেলের নাম বদলে হল নেতাজি এক্সপ্রেস

সারা দেশ তথা বাংলার গর্ব নেতাজি সুভাষ চান্দ্রা বসু (Netaji Subhas Chandra Bose)। আর এবার বিধানসভা নির্বাচনের আগেই ভোট রাজনীতিতে তুরুপের তাস হয়ে গেলেন তিনি। সামনেই নেতাজির জন্মদিবস, সেদিন আবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নেতাজির জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানের জন্য রাজ্যসরকারের তরফে একটি বিশেষ কমিটি তৈরী করা হয়েছে। অন্যদিকে একইভাবে কেন্দ্রের তরফেও তৈরী হয়েছে কমিটি।

রাজ্য ও কেন্দ্রের মাঝে যেন বিরোধ বেঁধেছে নেতাজিকে নিয়ে। এবার এই রাজ্য কেন্দ্র চাপানউতোর মাঝেই নেতাজির ১২৫ তবে জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজিকে শ্রদ্ধার্ঘ জানাল ভারতীয় রেল। পরিবর্তন করা হল হাওড়া কালকা মেলের (Howrah Kalka Mail) নাম। নাম বদলে করা হল ‘নেতাজি এক্সপ্রেস’ (Netaji Express)। ভারতীয় রেলের তরফে অফিসিয়ালি এই খবরই জানানো হয়েছে একটি টুইটের মাধ্যমে।

   

টুইটে রেলের তরফে জানানো হয়েছে, ‘ইন্ডিয়ান রেলওয়ে খুব খুশির সাথে এই অ্যানাউসমেন্ট করছে যে ১২৩১১/১২৩১২ হাওড়া কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করা হল। নেতাজির পরাক্রম ভারতবর্ষের স্বাধীনতা ও উন্নতির রাস্তা তৈরী করে দিয়েছে’। অর্থাৎ নেতাজিকে শ্রদ্ধা জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন এই ট্রেনেরই নাম বদলানো হল! এর পিছনে রয়েছে একটি কাহিনী।

Howrah Kalka Mail Netaji Express হাওড়া কালকা মেল নেতাজি এক্সপ্রেস

সালটা ১৮৬৬,  প্রথম যাত্রা শুরু করেছিল হওয়া কালকা মেল। এরপর ১৯৪১ সালের ১৬ই জানুয়ারি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। আর নিরুদ্দেশ হবার সমস্যা এই ট্রেনেই চড়েছিলেন পরাক্রমী নেতাজি। তাই এই ট্রেনেরই নাম বদলে নেতাজি এক্সপ্রেস করা হয়েছে।

তবে, নাম বদল হবার পরেই রাজ্যকে খোঁচা দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি কো-ইনচার্জ  অমিত মালব্য । তিনি রেলের এই সিদ্ধান্তটিকে টুইট করে লিখেছেন, ‘মমতা ব্যানার্জি ৩.৫ বছরের জন্য রেলমন্ত্রী ছিলেন। কিন্তু তিনি কিছুই করেননি’। অর্থাৎ ট্রেনের নামকরণ নিয়েও মমতা ব্যানার্জীকে আক্রমন করতে ছাড়েননি অমিত মালব্য।

site