• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুটখাখোরদের জন্য ক্ষতির মুখে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ! শাহরুখ অক্ষয়কে কাঠঘড়ায় তুললেন IAS অফিসার

সোশ্যাল মিডিয়াতে প্রায় সর্বদায় চর্চায় রয়েছে বলিউড (Bollywood) ও বলিউডের তারকারা। তবে বিগত কয়েক দিন বলিউডের ছবিকে ঘিরে নয় বরং বলি তারকাদের বিজ্ঞাপন নিয়ে চলছে তুমুল চর্চা ও সমালোচনা। সুপারস্টার হওয়ায় বিভিন্ন ব্রান্ডের বিজ্ঞাপনে দেখা যায় একাধিক তারকাদের। আর মানুষের মনেও তাঁর প্রভাব পরে ফলে বিক্রি বাড়ে উক্ত সংস্থার। কিন্তু তা টাকার জন্য বলে ক্ষতিকারক জিনিসের বিজ্ঞাপন! এই নিয়েই সরব হয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি অক্ষয় কুমার (Akshay Kumar) যোগ দিয়েছিলেন বিমল পানমশলার বিজ্ঞাপনীতে (Vimal Pan Masala Advertisement) তার পরেই শুরু হয় ক্ষোভ। শেষমেশ নেটিজেনদের ক্ষোভের কাছে নতি স্বীকার করে বিজ্ঞাপনী থেকে সরে দাঁড়ান অভিনেতাও। তবে এবার পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজে থাকা গুটখার দাগ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই আইএএস অফিসার (IAS Officer)।

   

Akshay Kumaar apologise after trolled for Vimal Elaichi Advertisement bolo Zuba Kesari

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ অনেকেই প্রতিবাদ জানান, এর সেই পন্থায় অনুসরণ করলেন আইএএস অফিসার। একটি টুইট করে তিনি লিখেছেন, ‘কলকাতা পোর্ট ট্রাস্ট জানিয়েছে গুটখার পিক এর কারণে নষ্ট হয়ে যাচ্ছে ৭০ বছরের পুরোনো সেতু। হাওড়া ব্রিজে আক্রমণ করে চলেছে গুটখাখোররা।’ অবশ্য এখানেই শেষ নয়! সাথে শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ ও অমিতাভ বচ্চনকে ট্যাগ করেছেন তিনি।

একজন আইএএস অফিসারের করা এই টুইট স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে পড়েছে মুহূর্তের মধ্যে। বাকি নেতিজ্ঞরাও অফিসারের সাথে একমত হয়েছে। অনেকেই নিজেদের মত প্রকাশ করেছেন এই বিষয়ে। তবে বেশিরভাগের মতেই এই ধরণের বিজ্ঞাপন সমাজের জন্য ও মানুষের জন্য ক্ষতিকারক। তাই যতটা সম্ভব শীঘ্র এই ধরণের বিজ্ঞাপনী বন্ধ করা উচিত। পাশাপাশি কলকাতার প্রশাসনের উঠিত আরও কড়া হওয়া।

প্রসঙ্গত, গুটখা কোম্পানি বিমলের বিজ্ঞাপন প্রসঙ্গে অভিনেতা অজয় দেবগণ নিজের মন্তব্য জানিয়েছেন। তাঁর মতে তিনি কোনো গুটখার বিজ্ঞাপন করেননি। তিনি এলাইচির বিজ্ঞাপন করেছেন। আর যদি যদি কোনো জিনিস ক্ষতিকারক হয় তাহলে সেটা বিক্রিই হওয়া উচিত নয়।

site