• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একজন বিবাহিত, একজন চুটিয়ে করছেন প্রেম! তবু বিচ্ছেদের দুঃখ ভুলে ফের জুটি বাঁধলেন ইমন-শোভন

ইমন চক্রবর্তী,শোভন গাঙ্গুলি,টলিউড,নীলাঞ্জন ঘোষ,রাধিকা,স্বস্তিকা দত্ত,Iman Chakraborty,Shovon Ganguly,Tollywood,Nilanjan Ghosh,Radhika,swastika dutta

পুরোনো মনোমালিন্য, বিচ্ছেদের বিষাদ ভুলে এবার কাজের তাগিদে জুটি বাঁধছেন শোভন গাঙ্গুলি (Shovon Ganguly) এবং ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। অনুরাগীদের অপেক্ষার অবসান, অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লকডাউন’ এর সুবাদেই ফের গানে নিজেদের বাঁধতে চলেছেন ইমন-শোভন।

আসলে এই ছবিতে শোভনের কথা ও সুর ‘তোমার কপালে শীতঘুম’ গানটিতে গলা দিতে চলেছেন ইমন। পুরুষ কন্ঠটি থাকবে শোভনেরই। প্রসঙ্গত, ইমন-শোভনের প্রেমের কথা কারোরই অজানা নয়। সর্বসমক্ষেই চুটিয়ে প্রেম করেছেন তারা, আর তাদের বিচ্ছেদও লুকোনো নয়। কিন্তু প্রফেশনাল ফিল্ডে এই প্রসঙ্গে ইমন-শোভনের কেউই মুখ খোলেননি।

ইমন চক্রবর্তী,শোভন গাঙ্গুলি,টলিউড,নীলাঞ্জন ঘোষ,রাধিকা,স্বস্তিকা দত্ত,Iman Chakraborty,Shovon Ganguly,Tollywood,Nilanjan Ghosh,Radhika,swastika dutta

কিন্তু সেসব বিচ্ছেদের পুরোনো বিতর্ক ভুলে নাম নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সুখেই রয়েছেন শোভন ইমন। চলতি বছরের শুরুতেই চার হাত এক হয়েছে ইমন চক্রবর্তী- নীলাঞ্জন ঘোষের। অন্যদিকে জনপ্রিয় গায়ক শোভন এখন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের নায়িকা রাধিকা ওরফে স্বস্তিকা দত্তের সঙ্গে খুল্লামখুল্লা সম্পর্কেই রয়েছেন। কিন্তু শোভন – ইমন ফের জুটি বাঁধছেন শুনে খুশি তাদের অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥