রামায়ণ-মহাভারত (Mahabharat) অবলম্বনে অতীতে একাধিক সিনেমা, সিরিয়াল তৈরি হয়েছে। শীঘ্রই রিলিজ হতে চলেছে ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি বলিউডের মেগা বাজেট সিনেমা ‘আদিপুরুষ’। কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, ‘মহাভারত’ তৈরির তোরজোড়ও চলছে বি টাউনে। কিন্তু এর আগেই টলিউডের (Tollywood) মহাভারতের লুক প্রকাশ্যে এসে গেল।
‘মহাভারত’ অবলম্বনে ছবি তৈরি করা হলে সেখানে যে একাধিক তারকার উজ্জ্বল উপস্থিতি থাকবে তা জানা কথা। কে দ্রৌপদী হবে, কে কৃষ্ণ হবে, কে অর্জুন-ভীম হবে তা নিয়ে চর্চা চলতেই থাকে। এবার একজন নেটিজেন টলি তারকাদের ‘মহাভারত’এর চরিত্রদের লুকে হাজির করে দেখিয়ে দিলেন। প্রযুক্তির সাহায্যে কোয়েল মল্লিককে দ্রৌপদী, জিৎ’কে দুর্যোধন হিসেবে হাজির করে দেখিয়েছেন তিনি।
সম্প্রতি একটি ফেসবুক গ্রুপে টলি তারকাদের ‘মহাভারত’এর চরিত্রের লুকের ছবি শেয়ার করে দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দ্রৌপদীর বেশে রয়েছে কোয়েল, যীশু সেনগুপ্তকে দেখা যাচ্ছে কৃষ্ণের বেশে। অপরদিকে বিক্রম চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে যথাক্রমে অর্জুন এবং কর্ণর লুকে।
শুধু এটুকুই নয়, কুন্তি, যুধিষ্টিরের চরিত্রে কোন তারকাদের দেখা যাবে তাও দেখানো হয়েছে সেই পোস্টে। টলি সুপারস্টার আবীর চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে যুধিষ্টিরের বেশে এবং কুন্তির লুকে দেখা যাচ্ছে ওপার বাংলার নামী অভিনেত্রী জয়া এহসানকে।
এছাড়াও সংশ্লিষ্ট নেটাগরিকের তৈরি ‘টলিউডের মহাভারত’এ স্থান করে নিয়েছেন সুপারস্টার দেব এবং প্রসেনজিৎও। দেবকে হাজির করা হয়েছে ভীমের লুকে এবং বুম্বাদাকে দেখা যাচ্ছে ভীষ্মের চরিত্রে। এছাড়া রুদ্রনীল ঘোষকে শকুনি, অঙ্কুশ হাজরা দুঃশাসন, সোহিনী সরকারকে হিড়িম্বা হিসেবে দেখানো হয়েছে। টলি সুপারস্টার জিৎকে আবার দেখা যাচ্ছে দুর্যোধন বেশে।
বিখ্যাত অভিনেতা সুদীপ মুখার্জিকে দেখা যাচ্ছে দ্রোণাচার্য হিসেবে। অপরদিকে স্বস্তিকা মুখার্জি, গৌরব চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে দেখা গিয়েছে যথাক্রমে মা গঙ্গা, সহদেব এবং নকুলের চরিত্রে।
টলিউডে কখনও ‘মহাভারত’ অবলম্বনে ছবি তৈরি করা হবে কিনা তা জানা নেই, কিন্তু যদি তৈরি করা হয় তাহলে এই তারকাদের নিলে সেই ছবি যে একেবারে জমে যাবে তা কিন্তু বেশ বোঝা যাচ্ছে।