• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

EPF এর UAN অ্যাকাউন্টে কিভাবে বদলাবেন রেজিস্টার্ড মোবাইল নম্বর দেখে নিন

ভারতের অসংগঠিত থেকে শুরু করে বেসরকারি ও সরকারি কর্মচারীদের সঞ্চয়ের ভরসা হল এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড বা EPF। এই EPF এর গোটা ব্যাপারটি  নিয়ন্ত্রণ করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন বা EPFO। EPF সুবিধা  নেবার জন্য প্রতিটি কর্মরত ব্যক্তির ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (Universal Account Number) বা UAN থাকা বাধ্যতা মূলক।

UAN এর মাধ্যমে নিজেদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে পারবেন কর্মী। UAN নম্বর হল প্যান কার্ডের মত কাজ পরিবর্তন করলেও UAN অপরিবর্তিত থাকে। UAN  নম্বর পাওয়ার জন্য  একটি সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে মোবাইল নম্বর দিয়ে চালু করলেও অনেক সময় বিশেষ কারণ বশত মোবাইল নাম্বার বদলাতে হয়। তখন UAN অ্যাকাউন্টেও বদলাতে হয় রেজিস্টার্ড মোবাইল নাম্বার। না হলে ভবিষ্যতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।

   

EPFO UAN Mobile Number Update

আসুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে বদলে নিতে পারেন নিজের UAN অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বার।

  • প্রথমে EPFO পোর্টালে গিয়ে  UAN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। (www.epfindia.gov.in)
  • লগ ইন হবার পরে Manage ট্যাবে ক্লিক করে অপশন থেকে Contct Details অপশন সিলেক্ট করুন।
  • এবার Change Mobile Numbar অপশনে ক্লিক করুন।
  • এবার নতুন মোবাইল নম্বরটি পর পর দুবার এন্টার করুন। আর Get Authorization Pin  অপসন সিলেক্ট করে OTP এর জন্য অপেক্ষা করুন।
  • এরপর  OPT এন্টার করে সেভ অপশনে  ক্লিক করতে হবে। তাহলেই হবে।

আপনার মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে এই ভাবেই। আর সফল ভাবে মোবাইল নাম্বার চেঞ্জ হবার পরে আপনি নতুন নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন।

site