আজকাল প্রযুক্তি আর ইন্টারনেটের যুগে সকলেই কমবেশি স্মার্টফোনে অভ্যস্ত। আর স্মার্টফোনে নিজের ব্যক্তিগত তথ্য, ছবি ও গুরুত্বপূর্ণ। যত দিন যাচ্ছে ততই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্মার্টফোন কারণ আজকের দিনে অনেক কাজই শুধুমাত্র ফোনের সাহায্যেই হয়ে যায়। তাই বর্মানে প্রত্যেকেই ফোনের সিকিউরিটির প্রতি গুরুত্ব দেন। প্রায় প্রতিটি ব্যক্তি যে স্মার্টফোন ব্যবহার করে সে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ( Pattern Password Lock) করে রাখে ফোন।
অবশ্য বর্মানে প্যাটার্ন বা পাসওয়ার্ড ছাড়াও আরো অনেক উন্নত প্রযুক্তি বেরিয়ে গেছে। বহুদিন আগেই বাজারে এসেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সাথে ফেস আনলক ফিচারটিও বর্তমানে বহু ফোনে চলে এসেছে। তবে নতুন পদ্ধতি এলেও ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক ব্যবহার করতে গেলে প্যাটার্ন বা পাসওয়ার্ড থাকা বাধ্যতামূলক।
কিন্তু মুশকিল হল, বাধ্যতামূলক বলে অনেকেই পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করে ভুলে যান। ফলে যখন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক কাজ করে না তখন মুশকিলে পরে যান অনেকেই। হাজারো কাজে সারাদিনই প্রায় ফোন দরকার পরে আর ফোনই যদি আনলক না হয় তখন রীতিমত মাথা খারাপ হবার জোগাড় হয় প্রত্যেকেরই। তাই আনলক না হলেই মোবাইলের সার্ভিস সেন্টারের খোঁজ পড়ে। প্রয়োজনে ছুটে যেতে হয় সেখানে ফোনটিকে আনলক করার জন্য।
কিন্তু প্যাটার্ন বা পাসওয়ার্ড লক ভুলে গেলে সহজেই তা খুলে নেওয়া যেতে পারে। যেটা হয়তো খুব কম লোকই জানেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই সার্ভিস সেন্টারে না গিয়ে বাড়ি বসেই লক হয়ে থাকা ফোন আনলক করে নিতে পারবেন।
১. হার্ড রিসেট (Hard Reset) – এটি এমন একটি পদ্ধতি যার ফলে আপনার ফোনের সমস্ত সেটিংস পুনরায় একেবারে প্রথমের অবস্থায় চলে যাবে। যার ফলে আপনার ফোনের লক খুলে যাবে। কিন্তু মুশকিল হল এই পদ্ধতিতে ফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। তবে, যদি আপনি ফোনের ডেটা এসডি কার্ডে সেভ করে থাকেন তাহলে তা থেকে যাবে। আসুন দেখেনি কি ভাবে করতে হয় হার্ড রিসেটঃ
- প্রথমে ফোনটিকে সুইচ অফ করে নিতে হবে।
- এরপর পাওয়ার ও ভলিউম বাটন দুটি একসাথে প্রেস করতে হবে।
- কিছুক্ষন এই ভাবে ধরে থাকলেই ফোনটি রিকভারি মোডে চলে যাবে তখন স্ক্রিনের মধ্যে দেখানো ফ্যাক্টরি রিসেট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ডেটা ওয়াইপ করতে ওয়াইপ ক্যাচে অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ফোনটিকে রিস্টার্ট করলেই দেখবেন প্যাটার্ন বা পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে।
২. গুগল ডিভাইস ম্যানেজার (Google Device Manager) – যেহেতু অ্যান্ড্রোয়ড হল গুগলের সফটওয়্যার তাই আপনি যদি অ্যান্ড্রোয়ড ফোনের প্যাটার্ন বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে তা গুগল ডিভাইস ম্যানেজারের সাহায্যে আনলক করা যায়। কিভাবে? আসুন দেখে নিনঃ
- প্রথমে অন্য ফোন থেকে বা কম্পিউটার থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
- এরপর গুগল ডিভাইস ম্যানেজারে গিয়ে ফোনটির সমস্ত ডেটা ডিলিট করে দিতে হবে।
- তারপর ফোনটিকে রিসেট করার অপশনে ক্লিক করতে হবে।
- এই কাজগুলি করে ফোনটি রিস্টার্ট করলেই আপনার ফোনের প্যাটার্ন ও পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে।
তবে মনে রাখা উচিত, দুটি ক্ষেত্রেই ফোনের সমস্ত ডেটা, কন্টাক্ট উড়ে যাবে। তাই এই ধরণের পরিস্থিতি এড়ানোর জন্য নিজের ফোনের ব্যাকআপ নিয়ে রাখা খুবই দরকারি।