বর্তমানে সকলের কম্পিউটারেই উইন্ডোস ১০ (Windows 10) চলে এসেছে। কিন্তু উইন্ডোস ১০ এ যদি লাইসেন্স পিরিয়ড শেষ হয়ে যায় তাহলেই অ্যাক্টিভেট উইন্ডোস (Activate Window) বলে একটি ওয়াটারমার্ক (Watermark) চলে আসে ডেস্কটপ স্ক্রিনে। ডেস্কটপের ডানদিকের নিচের কোন ডেকে যায় এই অ্যাক্টিভেট উইন্ডোস ওয়াটারমার্ক। সেখানে লেখা থাকে ‘Activate Windows 10 – Go to settings to activate Windows’।
এই ওয়াটারমার্ক সরাতে গেলে লাইসেন্স রিনিউ করতে বা উইন্ডোস অ্যাক্টিভেট করতে হয়। যার জন্য প্রয়োজন বৈধ প্রোডাক্ট কী। নাহলে উইন্ডোস এর পার্সোনালাইজেশান থেকে শুরু করে অ্যান্টিভাইরাস কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু চাইলে খুব সহজেই এই অ্যাক্টিভেট উইন্ডোস ওয়াটারমার্ক সরানো যায়। এর জন্য বিভিন্ন পদ্ধতি উপলব্ধ রয়েছে। আজ আপনাদের তার মধ্যেই একটি উপায় বলব। যার মাধ্যমে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এই অ্যাক্টিভেট উইন্ডোস ওয়াটারমার্ক থেকে।
এই পদ্ধতিটি হল Registry Editor এর মাধ্যমে ওয়াটারমার্ক সরানোর পদ্ধতি। কিভাবে করবেন তা ধাপে ধাপে বর্ণনা করা হল। প্রথমে, উইন্ডোস এর সার্চ মেনুতে ক্লিক করে ”regedit’ লিখে সার্চ করতে হবে। সেখান থেকে ‘regedit’ এর ওপর ক্লিক করতে হবে। সেখান থেকে বাঁদিকের HKEY_CURRENT_USER অপশনে ক্লিক করতে হবে। তারপর Control Panel ও Desktop এ ক্লিক করতে হবে। এরপর Desktop ফোল্ডারের মধ্যে PaintDesktopVersion খুঁজতে হবে। খুঁজে পেলে PaintDesktopVersion এর ওপর ডাবল কিক্ল করতে হবে।
PaintDesktopVersion এ কিছু Hexadecimal নাম্বার ভ্যালু থাকবেসেটার বদলে ‘0 শূন্য’ বসিয়ে ওকে বাটন এ ক্লিক করতে হবে। ব্যাস এরপর রেজিস্ট্রি এডিটর ক্লোজ করে দিতে হবে। ও শেষে এই সেটিংটি কার্যকর করার জন্য উইন্ডোস বন্ধ করে পুনরায় চালু করতে হবে। তাহলেই দেখতে পাবেন ‘Activate Window’ লেখা বাটারমার্কটি উধাও হয়ে গেছে।