• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক টুকরো লেবুতেই হবে বাজিমাত! রইল বর্ষাকালে ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ দূর করার ৪ ব্রহ্মাস্ত্র

Updated on:

How to get rid of monsoon dampness and smell from clothes

বর্ষাকাল (Monsoon) এলেই সবচেয়ে বেশি দুর্ভোগ হয় জামাকাপড় (Clothes) শুকোনোর সময়। টিপটিপ সারাদিন চলতেই থাকে। কিন্তু তাই বলে কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকা তো সম্ভব নয়। আর বাইরে বেরোলে ঘামে-বৃষ্টির জলে ভেজা জামাকাপড় বাড়ি ফিরে কাঁচতেই হয়। তবে জামাকাপড় বেশিক্ষণ জলে ভেজা থাকলে কাপড়ের থেকে বিশ্রী দুর্গন্ধ (Smell) বেরোতে থাকে। আজকের প্রতিবেদনে তাই ভেজা জামাকাপড়ের সোঁদা (Dampness) গন্ধ দূর করার ৪টি সহজ উপায় তুলে ধরা হল।

১) বর্ষাকালে জামাকাপড় কাঁচার আগে সেগুলি কিছুক্ষণ সাবান জলে ডুবিয়ে রাখুন। এতে জামাকাপড়ের নোংরা ময়লা সহজেই উঠে আসে। তবে আপনার পোশাকে যদি ফেব্রিকের কাজ করার থাকে, সেক্ষেত্রে জলে ভিজিয়ে রেখে দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই তখন হালকা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে পারেন।

Clothes washing with soap, Get rid of monsoon dampness and smell from clothes

২) বৃষ্টি বাদলের মরসুমে বাইরে বেরোলে কোনও না কোনও ভাবে ঠিক জামাকাপড়ে কাদার দাগ কিংবা ছিঁটে লেগেই যায়। সেই দাগ তোলার সময় অনেকেই তা সোজা সাবান জলে চুবিয়ে দেন। কিন্তু সেটা করার আগে যদি সাধারণ জল দিয়ে একটু ধুয়ে নেন তাহলে তাড়াতাড়ি দাগ উঠে যায়। এছাড়াও কাদা লাগলে অনেকেই পুরো পোশাক কাঁচার জন্য ভিজিয়ে দেন। কিন্তু বর্ষাকালে জামাকাপড় শুকোনোর সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যে অংশে কাদা লেগেছে শুধু সেই অংশটি ধুয়ে নিলে সুবিধা হয়।

Mud on clothes, Get rid of monsoon dampness and smell from clothes

৩) বাইরে থেকে ভিজে এলে প্রথমেই পোশাক ধুয়ে নিন। এতে জামাকাপড়ের দুর্গন্ধ সহজেই চলে যায়। এছাড়াও পোশাকের সোঁদা গন্ধ দূর করতে লেবুও ভীষণ কার্যকর। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাস দূর করায় সাহায্য করে। সেই জন্য ডিটারজেন্টের মধ্যে যদি এক চামচ লেবুর রস দিয়ে কাঁচতে পারেন তাহলে দেখবেন পোশাকের গন্ধ চলে গিয়েছে।

Use lemon to get rid of monsoon dampness and smell from clothes

৪) এমন অনেকে রয়েছেন যারা সময়ের অভাবে নোংরা জামাকাপড় এক জায়গায় জমা করে রাখেন, সন্তাহান্তে তা ধুয়ে ফেলেন। তবে বর্ষাকালে এমনটা না করাই উচিত। কারণ এটা করলে ভেজা পোশাক থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ বের হয়।

Clothes on rope, Get rid of monsoon dampness and smell from clothes

তাই চেষ্টা করুন অল্প অল্প করে জামাকাপড়গুলি ধুয়ে ফেলার। যদি সেই সময় একেবারেই না থাকে, তাহলে জামাকাপড়গুলি এক জায়গায় জমিয়ে না রেখে দড়িতে মেলে দিন। এতে অন্তত গন্ধ হবে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥