• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫ মিনিটেই বাপ বাপ বলে পালাবে মাছি! রইল ঘরোয়া উপায়ে মাছির সমস্যা থেকে মুক্তি পাওয়ার ব্রহ্মাস্ত্র

Published on:

How to get rid of house flies Home Remedies

মাছির (House fly) জ্বালায় আমাদের অনেকেরই প্রাণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। মাছি দেখলে অনেকেরই গা ঘিনঘিন করে ওঠে। পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যের জন্যেও প্রচণ্ড ক্ষতিকর। খাবারের ওপর মাছি (Fly) বসলে সেই খাবার যদি খাওয়া হয়, তাহলে নানান রোগের সম্ভাবনা দেখা যায়। সেই জন্য অনেকেই মাছি তাড়ানোর জন্য আস্থা রাখেন বাজার থেকে কেনা ধূপ, কয়েল কিংবা স্প্রে’তে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলির প্রভাব দীর্ঘস্থায়ী হয় না। আজকের প্রতিবেদনে তাই এমন কিছু ঘরোয়া উপাদানের নাম তুলে ধরা হল যেগুলি প্রয়োগ করলে বাপ-বাপ করে দূর হবে মাছি।

নুন জলের ব্যবহার (Salt Water)- রান্নাঘর এবং ঘরদোর যদি অপরিষ্কার থাকে তাহলে সেখানে মাছির উপদ্রব হবেই। সেই সমস্যা দূর করার জন্য নুন জল দারুণ কার্যকর। একটি পাত্রে নুন এবং জল নিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিন। এরপর সেটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এবার এই স্প্রে মাঝেমধ্যেই রান্নাঘরের সব কোণায় ছিটিয়ে দিন। দেখবেন বিদায় নিয়েছে সব মাছি।

Salt Water

ভিনিগার (Vinegar)- অনেকেই জানেন না, মাছি ভিনিগারে প্রচণ্ড আকৃষ্ট হয়। সেই জন্য একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে সেটি প্লাস্টিক দিয়ে মুড়ে দিন। এরপর সেই প্লাস্টিকের ওপর ছোট ছোট ফুটো করে দিন যাতে মাছিগুলি পাত্রের ভেতর প্রবেশ করতে পারে। কিন্তু খেয়াল রাখবেন ফুটোগুলি যাতে এমন হয় যেখান থেকে মাছি বেরোতে পারবে না।

Vinegar

দুধ (Milk)- এক গ্লাস দুধ, একটুঁ চিনি এবং কিছু গোলমরিচ প্রথমে ভালো করে ফুটিয়ে নিন। এরপর সেই মিশ্রণ রান্নাঘরের কোণায় রেখে দিন। দুধ-চিনি এবং গোলমরিচের এই মিশ্রণ রান্নাঘরে রাখলে মাছি বিদায় নেবে।

Milk

কাগজের চোঙ (Paper Mic)- মাছি তাড়াতে কাগজের চোঙও প্রচণ্ড কাজে আসে। প্রথমে একটি পাত্রের মধ্যে কোনও তরল পদার্থ নিয়ে কাগজের চোঙ বানিয়ে সেই পাত্রের মুখে রাখুন। এরপর দেখবেন মাছি সেই তরল পদার্থের দিকে আকৃষ্ট হয়ে কাগজের চোঙ দিয়ে সেই পাত্রের মধ্যে ঢুকছে। তবে বেরোতে আর পারবে না। এভাবে ফাঁদ ব্যবহার করেও আপনি মাছি ধরতে পারেন।

Paper mic

ঘর পরিষ্কার রাখুন (Clean House)- মাছি তাড়ানোর জন্য সবচেয়ে জরুরী হল ঘর পরিষ্কার রাখা। বাড়ি যদি অপরিষ্কার থাকে, কিংবা পচা-গলা সবজি অথবা ফল থাকলে মাছির উপদ্রব হবেই।

Clean house

সেই জন্য মাছি তাড়ানোর সবচেয়ে ভালো ঘরোয়া উপায় হল ঘর পরিষ্কার রাখা। ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে বাকি কোনও উপায়ই কাজে আসবে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥