বর্তমানে আমাদের দেশে নাগরিক হিসাবে সর্বত্র গ্রাহ্য পরিচয়পত্র হল আঁধার কার্ড(Aadhar Card)। যেকোনো সরকারি ক্ষেত্র থেকে শুরু করে বেসরকারি ক্ষেত্রেও আঁধার কার্ড ভিসনপ্রয়োজনীয়। তা সে ব্যাঙ্কিং হোক বা রেশন ব্যবস্থাই হোক না কেন আঁধার কার্ড না থাকলে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়। ১২ ডিজিটের এই আঁধার কার্ড যেন মূল্যবান এক সম্পদে পরিণত হয়েছে ভারতের নাগরিকদের কাছে। কিন্তু কি হবে যদি এই আঁধার কার্ড হারিয়ে ফেলেন আপনি!
ভাবলেই হয়তো অনেকের চিন্তা শুরু হয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখুন তো যাদের আঁধার কার্ড হারিয়ে গেছে তাদের কি অবস্থা। যে কোনো কারণেই হোক না কেন আঁধার কার্ড একবার হারিয়ে গেলেই নানান জায়গায় নানান সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সকলকেই। তাই আজ কিভাবে হারিয়ে হাওয়া আঁধার কার্ড সহজেই পাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে হারিয়ে যাওয়া আঁধার কার্ড কিভাবে আবার নিজের হাতে পেতে পারেন।
এর জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতিটি অবলম্বন করতে হবে। তাহলেই আপনি নতুন আঁধার কার্ড পেয়ে যাবেনঃ
- প্রথমে আপনাকে যেতে হবে UIDAI ওয়েবসাইটে।
- সেখানে গিয়ে My Aadhar অপশনটি সিলেক্ট করতে হেব।
- এরপর Retrive Lost of Forgotten EID/UID অপশনটি সিলেক্ট করতে হবে।
- এবার আপনার সামনে একটি পেজ আসবে যেখানে আপনাকে আঁধার কার্ড সন্মন্ধিত কিছু ডিটেলস চাওয়া হবে।
- আপনাকে আপনার আঁধার কার্ড নম্বর বা আঁধার এনরোলমেন্ট নম্বর বা মোবাইল নম্বর বা ইমেইল দিতে হবে।
- এরপর আপনার ফোনে একটি OTP আসবে। যেটিকে উক্ত পেজে দিয়ে ক্যাপচা কোড দিয়ে এন্ট্রি করে সাবমিট করতে হবে।
- এরপর আপনার সামনে একটি পেমেন্ট গেটওয়ে খুলে যাবে। এখানে আপনাকে ৫০ টাকার একটি পেমেন্ট করতে হবে।
- ব্যাস! এটুকু করলেই আপনার আঁধার কার্ড আপনার বাড়ির ঠিকানায় আগামী ১৫ দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে।
তবে এমন রাখতে হবে এক্ষেত্রে আঁধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকলে অনেকটা সুবিধা পাওয়া যেতে পারে। অবশ্য ফোন নাম্বার না থাকলে আঁধার কার্ড নম্বর বা আঁধার এনরোলমেন্ট নম্বর দিয়েও আঁধার কার্ড অর্ডার করা যাবে।