মানুষের বিনোদনের সেরা মাধ্যম হিসাবে আজ সিনেমা বাদে সর্বক্ষণের সঙ্গী টেলিভিশন। আর বাঙালি দর্শকদের কাছে বেশ প্রিয় টিভি রিয়্যালিটি শো দিদি নং ১। অভিনেত্রী রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) সঞ্চালনায় এক দশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয় দিদি নং ১। বহু তারকা থেকে সাধারণ মানুষেরা দিদি নং ১ এর মঞ্চে এসেছেন।
সম্প্রতি শুরু হয়েছে দিদি নং ১- এর নবম সিজন। এখনও এত গুলো সিজন পরেও সমান জনপ্রিয় এই শো৷ এখনও ঘড়ির কাটায় ঠিক ৫ টা বাজলেই মা কাকিমারা চায়ের কাপ নিয়ে টিভির সামনে হাজির হয়ে যায়৷ জানি অনেকেরই পর্দার এপারে বসে ইচ্ছে করে যদি তারাও যেতে পারতেন এই শো-এ। আজ জানাব, কী ভাবে এই শোয়ে যেকোনোও সাধারণ মানুষও যেতে পারেন।
যারা দিদি নং ওয়ান দেখেন, তারা জানেন বাংলার বিভিন্ন দিদিদের জীবনের নানান ঘটনা প্রবাহ তারা এই শো-এ এসে বলেন। যা শুনে মাঝে শিউরে ওঠেন দর্শকেরা। পাশাপাশি এই শোয়ের নিত্যনতুন খেলাও বেশ আনন্দ দেয় দর্শকদের।
কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমেই আপনিও এই শোয়ে অংশ নিতে পারেন। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাব, অডিশনে যোগ দিতে কি কি করতে হয়। প্রথমত নিয়মিত দিদি নং ওয়ান দেখলেই সেখানে বিশদে জানানো হয় পদ্ধতি। আপনার সমস্ত বায়োডাটা নির্দিষ্ট ইমেইল অথবা ফোন নাম্বার মারফত পাঠাতে হবে কর্তৃপক্ষের কাছে। এছাড়াও জি ফাইভ অ্যাপের মাধ্যমেও আপনি এই সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন।
আপনার পাঠানো ইমেল যদি কতৃপক্ষের পছন্দ হয় তবে নির্মাতাদের তরফ থেকে আপনাকে ফোন করে অডিশনের জন্য ডাকা হবে। আপনার বায়োডাটা হিসেবে আপনার পরিচয়পত্র অর্থাৎ ভোটার বা আঁধার কার্ড এর জেরক্স কপি, যোগাযোগের নম্বর, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এরপর অডিশনে আপনি উত্তীর্ণ হতে পারলেই আপনিও যাবেন শোতে।