• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম ছবিতেই বাধা! কি ভাবছেন নায়িকা, ‘বেহায়া’ নিয়ে প্রথমবার মুখ খুললেন সোনামনি সাহা

Published on:

মোহর,Mohorপ্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,প্রতিক্রিয়া,Reaction,বেহায়া,Behaya,শুটিং বন্ধ,Shooting Off,রানা সরকার,Rana Sarkar

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল ‘মোহর’ (Mohor)। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছে অভিনেতা প্রতীক সেন (Pratik Sen) এবং অভিনেত্রী সোনামনি সাহার  (Sonamoni Saha) জুটি। ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী হয়েও দর্শক মহলে এই জুটির জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া।

অনুরাগীরা ভালোবেসে তাঁদের নাম দিয়েছেন ‘সোনাতিক’ (Sonatik)। প্রযোজক রানা সরকারের দৌলতে খুব শিগগিরই বড় পর্দায় আসতে চলেছে তাদের সিনেমা ‘বেহায়া’ (Behaya)। কিছুদিন আগেই  প্রকাশ্যে এসেছিল  প্রতীক সোনামনির বেহায়া সিনেমার আসন্ন সিনেমার প্রথম লুক।কথা ছিল চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হবে সিনেমার শুটিং।

মোহর,Mohorপ্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,প্রতিক্রিয়া,Reaction,বেহায়া,Behaya,শুটিং বন্ধ,Shooting Off,রানা সরকার,Rana Sarkar

কিন্তু সমস্ত পরিকল্পনায় জল ঢেলে তার পরের দিনেই সবাইকে চমকে দিয়ে প্রয়োজক রানা সরকার (Rana Sarkar) ঘোষণা করেছিলেন অনির্দিষ্টকালের জন্য এই সিনেমার শুটিং বন্ধ (Shooting Off) রাখছেন তিনি। সেই সময় প্রয়োজক রানা সরকারের বিরুদ্ধে উঠেছিল নানা ধরনের অভিযোগ। ভেন্ডার অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছিল, প্রযোজক রানা সরকারের কাছে তাদের কোটি টাকা পাওনা রয়েছে।

মোহর,Mohorপ্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,প্রতিক্রিয়া,Reaction,বেহায়া,Behaya,শুটিং বন্ধ,Shooting Off,রানা সরকার,Rana Sarkar

তাই শ্যুটিংয়ে প্রয়োজনীয় উপকরণের যোগান দিতে নারাজ ছিলেন তাঁরা। তাই শুটিংয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে যাওয়ার পরেও বাংলায় সিনেমার শুটিংয়ের অনুকূল পরিস্থিতি না থাকার কারণে অনির্দিষ্ট  কালের জন্য প্রতীক  সোনামণি জুটির ‘বেহায়া’ সিনেমার শুটিং বন্ধ করে দিয়েছিলেন প্রযোজক। প্রসঙ্গত প্রতীক এই মুহূর্তে অভিনয় করছেন স্টার জলসা ‘সাহেবের চিঠি’ সিরিয়ালের নায়কের চরিত্রে।
অন্যদিকে সোনামণিকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে নায়িকার চরিত্রে। তবে হঠাৎ করে এই সিনেমার শুটিং বন্ধ হয়ে যাওয়ায় কি ভাবছেন সিনেমার নায়িকা?এই ঘটনা তার জীবনে ঠিক কতটা প্রভাব ফেলছে সম্প্রতি এ কথা জানতেই আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। উত্তরে সোনামণি জানিয়েছেন তার মনে এই ঘটনা কোন তেমন কোন প্রভাব ফেলেনি। অভিনেত্রী মনে করেন কোন বড় কাজ শুরু হওয়ার আগে এ এমন ধরনের সমস্যা হতেই পারে। কিন্তু তার জন্য তিনি কোনোভাবে ভেঙে পড়েননি বলেই জানিয়েছেন ভিনেত্রী।
মোহর,Mohorপ্রতীক সেন,Pratik Sen,সোনামনি সাহা,Sonamoni Saha,প্রতিক্রিয়া,Reaction,বেহায়া,Behaya,শুটিং বন্ধ,Shooting Off,রানা সরকার,Rana Sarkar
পাশাপাশি অভিনেত্রী জানান প্রতীক সেনের সাথেও এ প্রসঙ্গে তার কথা হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন এই কাজ বন্ধ হবেন না। শুটিং নিশ্চয়ই শুরু হবে।  অন্যদিকে প্রযোজক রানা সরকারও ঘোষণা করে দিয়েছেন পুজোর পরেই ছবির শুটিং শুরু হবে.এই খবর চাউল হতে ঘুরছে একটাই প্রশ্ন। তা হল তবে কি সমস্যা মিটে গেল? এ প্রসঙ্গে প্রযোজক জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে অনেক ভেন্ডার আছে যারা প্রযোজককে সব ধরনের জিনিসের যোগান দেবে। তাছাড়া তিনি নিজেও কিছু কিছু জিনিস কিনে নিয়েছেন।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥