এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। টলিউডে এতগুলো বছর কাটিয়ে ফেলার পরেও বুম্বাদার জনপ্রিয়তায় কিন্তু ছিটেফোঁটা আঁচ পড়েনি। বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েছে।
‘পোয়েনজিৎ’ থেকে প্রসেনজিৎ হয়ে এখন তিনি হয়ে উঠেছেন খোদ ‘ইন্ডাস্ট্রি’। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচিত যে তারকার নামে তাঁর ডিম্যান্ড এবং পারিশ্রমিক (Fees) যে আকাশছোঁয়া হবে তা খানিক জানা কথাই। আপনি কি জানেন, একটি ছবি করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন বুম্বাদা? আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল। অঙ্কটা জানলে অবাক হয়ে যাবেন আপনিও।
নামী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র প্রসেনজিতের কেরিয়ার শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে। ঋষিকেশ মুখার্জির ‘ছোট্ট জিজ্ঞাসা’য় দেখা মিলেছিল পুঁচকে বুম্বাদার। নায়ক হিসেবে অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল বিমল রায়ের ‘দুটি পাতা’র হাত ধরে। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা।
যদিও নায়ক হিসেবে প্রথম ছবিতেই কিন্তু প্রসেনজিতের ভাগ্য খোলেনি। বুম্বাদার কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমর সঙ্গী’ ছবিটি। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি অভিনেতাকে। রিলিজের সাড়ে তিন দশক পরেও দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ক্রেজ দেখার মতো। শোনা যায়, ‘অমর সঙ্গী’তে অভিনয় করবেন বলেই বলিউডের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র অফার রিজেক্ট করেছিলেন বুম্বাদা। সেই ছবিতে অভিনয় করে ভাগ্য খুলে যায় সুপারস্টার সলমন খানের।
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কয়েক দশক কাটিয়ে ফেলেছেন প্রসেনজিৎ। বয়স ৬০ পেরিয়েছে, তবুও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তাঁর ডিম্যান্ড কিন্তু একটুও কমেনি। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে পারিশ্রমিকও। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক-একটি সিনেমার জন্য প্রায় ৮৫ লাখের কাছাকাছি পারিশ্রমিক নেন বুম্বাদা।
যদিও টলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা কিন্তু তিনি নন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলা ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন ‘বস’ জিৎ। যদিও সম্প্রতি বুম্বাদার পারিশ্রমিক জিতের পারিশ্রমিকের অঙ্ককে টেক্কা দিয়েছেন কিনা তা জানা যায়নি।