বলিউড তারকাদের (Bollywood Celebrity) নিয়ে অনুরাগীদের বরাবরই কৌতূহলের সীমা নেই। আসমুদ্র হিমাচল গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের অসংখ্য অনুরাগী। শাহরুখ খান (Shahrukh Khan) থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), রণবীর সিং(Ranveer Singh), রণবীর কাপুর (Ranbir Kapoor), হৃত্বিক রোশন (Hrithik Roshan), অক্ষয় কুমার (Akshay Kumar), কিংবা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) তালিকাটা অনেক লম্বা।
বলিউডের এই সব প্রিয় তারকাদের নিজের ব্যক্তিগত অনুষ্ঠানে কিংবা জীবনের বিশেষ দিনে কাছে পেতে চায় অনেকেই। তাই এমন অনেকেই আছেন যারা মোটা টাকার বিনিময় বলিউড তারকাদের নিজেদের ব্যক্তিগত অনুষ্ঠানে নিয়ে আসেন। চলুন দেখে নেওয়া যাক বলিউড তারকাদের এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানে নিয়ে আসতে গেলে কার জন্য কত টাকা পারিশ্রমিক দিতে হয়।
১. শাহরুখ খান (Shahrukh Khan): স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খানকে ব্যক্তিগত পার্টিতে বিশেষ অতিথি হিসেবে পেতে চাইলে তার জন্য লাগবে মোটা অংকের পারিশ্রমিক। জানা যাচ্ছে সেক্ষেত্রে পারিশ্রমিক হিসাবে দিতে হবে ৩ কোটি টাকা।
২. দীপিকা পাডুকোন (Deepika Padukone): বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনকে কেউ যদি তাঁর ব্যক্তিগত পার্টিতে বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তাহলে তার পারিশ্রমিক হিসাবে দিতে হবে ১ কোটি টাকা।
৩. অক্ষয় কুমার (Akshay Kumar): বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে কোনো বিশেষ দিন উদযাপন করতে চাইলে তাঁর পারিশ্রমিক হিসাবে গাঁটি থেকে খসবে মোট ২.৫ কোটি টাকা।
৪. হৃত্বিক রোশন (Hrithwik Roshan: বলিউডের গ্রিক গড বলা হয় হৃত্বিক রোশনকে। তাঁকে যদি কেউ ব্যক্তিগত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিয়ে এসে বিরাট চমক দিতে চান, তবে সেক্ষেত্রেও তাঁকে পারিশ্রমিক দিতে হবে ২.৫ কোটি টাকা।
৫. রণবীর কাপুর (Ranbir Kapoor): সদ্য বাবা হওয়া রণবীর কাপুরকে ব্যক্তিগত পার্টিতে আনতে চাইলে তাঁর জন্য পারিশ্রমিক দিতে হবে ২ কোটি টাকা।
৬. ক্যাটরিনা কাইফ (Katrina Kaif): ক্যাটরিনা কইফকে বিশেষ অতিথি হিসেবে ব্যক্তিগত পার্টিতে আনতে চাইলে তাঁর পারিশ্রমিক হিসাবে মজুত রাখতে হবে ৩.৫ কোটি টাকা।