• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেলের চাকরি ছেড়ে ঋতুপর্ণার সাথে ছবি, টলিউডে ব্যর্থ হলেও আজ টেলি স্টার ‘মোহর’ খ্যাত প্রতীক সেন

Published on:

How Mohor Serial Faoums actor Pratik Sen came to acting story

বর্তমানে বাংলা টেলিভিশনের (Television) একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এমনই একজন অভিনেতা হলেন মোহর (Mohor) সিরিয়াল খ্যাত প্রতীক সেন (Pratik Sen)। স্টার জলসার মোহর সিরিয়ালে শঙ্খ স্যারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। মোহর সিরিয়াল শেষ হয়ে গেলেও জনপ্রিয়তা এতটুকুও কমেনি।  ইতিমধ্যে নতুন সিরিয়ালের নতুন হাজির হয়েছেন প্রতীক সেন। স্টার জলসার নতুন সিরিয়াল সাহেবের চিঠি তে  সাহেব অভিনয় করতে দেখা যাচ্ছে প্রতীক সেনকে। 

পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয়ে আসার কাহিনী আগে কোন সিরিয়ালে বা সিনেমায় কাজ করেছেন এই সমস্ত তথ্য জানার আগ্রহ থাকে দর্শকদের। প্রতীক সেনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাই আজ আপনাদের জন্য প্রতিষ্ঠান অভিনয়ে আসার কাহিনী তুলে ধরব বংট্রেন্ডের পর্দায়। 

Pratik Sen,Serial Actor,Bengali Mega Serial,Mohor Sonkho Sir,Rituparna Sengupta,প্রতীক সেন,সিরিয়ালের অভিনেতা,সাহেবের চিঠি,টলিউড অভিনেতা প্রতীক সেন,প্রতীক সেনের সিরিয়াল

বর্তমানে নিজের অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় প্রতিক সেন।  কিন্তু অনেকের যেমন ছোট থেকেই অভিনেতা হওয়ার শখ থাকে তার বেলায় কিন্তু সেটা ছিল না। ছোটবেলা থেকেই অভিনেতা না ইচ্ছা ছিল বক্সার হওয়ার। কিন্তু সেটা যে হয়নি বরং আজ একজন সফল অভিনেতা তিনি সেটা বলার অপেক্ষা রাখে না। 

অনেকেই হয়তো জানেন না অভিনেতার পরিবারের অনেকেই অভিনয়ের সাথে যুক্তি ছিলেন। বাবা প্রতাপ সেন ও মা অনুরাধা সেন, দুজনেই অভিনয় জগতের সাথে যুক্ত। এমনকি ঠাকুরদা ছিলেন বিখ্যাত পরিচালক জলীবরণ সেন। তাই অভিনয়টা একপ্রকার রক্তেই ছিল। 

Pratik Sen with Rituparna Sengupta Debut Movie Atithi

কিন্তু ওই যে ছোট থেকে শখ ছিল বক্সার হওয়ার। সেটাকেই ধ্যান জ্ঞান করে এগিয়ে চলেছিলেন, একসময় স্টেট চ্যাম্পিয়ান হয়েছিলেন বক্সিংয়ের প্রতিযোগিতায়। তারপর ভারতীয় রেলে চাকরির পরীক্ষায় পাশ করে চাকরিও শুরু করেন। কিন্তু মায়ের অনুপ্রেরণায় অভিনয়ের প্রতি টান জাগে। রেলের চাকরি ছেড়ে চলে আসেন অভিনয়ের জগতে। 

Pratik Sen in Khokababu Serial and Mohor Serial

সিরিয়াল নয় রুপোলী পর্দা দিয়েই শুরু হয়েচিল অভিনয় যাত্রা। ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে ‘অতিথি’ ছবিতে প্রথম কাজ করেন প্রতীক সেন। কিন্তু এরপর সেভাবে সুযোগ মিলছিল না টলিউডে। এরপর ফিল্মি দুনিয়া ছেড়ে টেলিভিশন জগতে। ষ্টার জলসার ‘খোকাবাবু’ সিরিয়ালে প্রথম অভিনয় করেন তিনি।

প্রথম সিরিয়ালই বেশ জনপ্রিয়তা পায়। তাই টেলিভিশনে এসে আর কাজ পেতে অসুবিধা হয়নি প্রতীক সেনের। খোকাবাবু শেষ হতেই মোহর সিরিয়ালে দেখা যায় তাকে। আর বর্তমানে সাহেবের চিঠি সিরিয়ালেও জনপ্রিয়তা একই রকম রয়ে গিয়েছে। 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥