• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মাকড়ি’ ছবির ছোট্ট মুন্নি আজ পুরোই অ্যাটম বোম! রইল মোহময়ী সুন্দরী অভিনেত্রীর ভাইরাল ছবি

Published on:

How Makdee Child Artist Sweta Basu Prasad Looks now viral photos

সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টেছে, আমরাদের চাহিদা থেকে বিনোদনের ধরণ অনেকটাই বদলেছে। তবে ছোট বেলার স্মৃতি আজও সকলেরই স্মৃতিতে অমলিন হয়ে রয়ে গিয়েছে। তেমনি বলিউডের একসময়ের শিশুশিল্পীদেরও (Child Artist) মনে রেখেছেন দর্শকেরা। বর্তমানে সেই শিশুশিল্পীদের অনেকেই ষ্টার হয়ে গিয়েছেন। এমনকি অনেকের বর্তমান ছবি দেখে চেনাই মুশকিল যে ছোটবেলার এই শিল্পী আজ এমন দেখতে হয়ে গিয়েছে।

উদাহরণ স্বরূপ ৯০ এর দশকের একটি জনপ্রিয় ছবি ছিল ‘মাকড়ি’ (Makdi)। রোম্যান্স বা অ্যাকশন নয় নিখাদ বিনোদনের একটি ছবি ছিল এটি। সেই সময় ছোট থেকে বড় সকলের কাছেই দারুন জনপ্রিয়তা পেয়েছিল মাকড়ি ছবিটি। ছবিতে মূল চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী শ্বেতা বসু প্রসাদ (Sweta Basu Prasad)। সাথে দুস্টু ডাইনির চরিত্রে ছিলেন শাবানা আজমি।

Madkee,Child Artist,Sweta Basu Prasad,মাকড়ি,শ্বেতা বসু প্রাসাদ,দক্ষিণী অভিনেত্রী,South Indian Actress

ভৌতিক গল্প হলেও সাথে হাসি মজার স্ক্রিপ্ট মিশিয়ে এক দারুন সুন্দর ছবি হয়েছিল মাকড়ি। ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন শ্বেতা বসু প্রাসাদ। সেই কারণেই আজও প্রিয় ছবির তালিকায় রয়ে গিয়েছে এই ছবিটি।

ছবিটি রিলিজের পর কেটে গিয়েছে দুই দশক। স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে অংকটাই বড় হয়ে গিয়েছেন ছবির শিশুশিল্পী অভিনেত্রীও। তবে ছবির যমজ চরিত্রে অভিনয় করা চুন্নি মুন্নিকে কিন্তু আজও মনে রেখেছে দর্শকেরা। তাছাড়া এই ছবি দিয়েই বলিউডের প্রথম আত্নপ্রকাশ করেহসালেন শ্বেতা বসু প্রসাদ।

Madkee,Child Artist,Sweta Basu Prasad,মাকড়ি,শ্বেতা বসু প্রাসাদ,দক্ষিণী অভিনেত্রী,South Indian Actress

মাকড়ি ছবির সেই ছোট্ট অভিনেত্রী আজ শুধু বড়ই হননি বোরন অপরূপ সুন্দরীও হয়ে উঠেছেন। তবে একসময় অভিনয়ে মন জিতলেও এখন আর বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা মেলেনা তার। না অভিনয় থেকে দূরে সরে যাননি, বরং ইন্ডাস্ট্রিটে বদলে ফেলেছেন তিনি। হিন্দি থেকে সরে দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকায় পরিণত হয়েছেন শ্বেতা। অবশ্য বলিউডের কিছু ছবি আর ওয়েব সিরিজে দেখা মিলেছে তাঁর। তবে সেই কাজ হাতে গোনা।

Madkee,Child Artist,Sweta Basu Prasad,মাকড়ি,শ্বেতা বসু প্রাসাদ,দক্ষিণী অভিনেত্রী,South Indian Actress

যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। জনপ্রিয়তার পাশাপাশি লক্ষাধিক ফ্যান রয়েছে তাঁর। তাদের জন্য প্রতিনিয়ত ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পরে। বিশেষ করে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ফরগেট মি নট’ ওয়েব সিরিজের পর বেশ পপুলার হয়ে পড়েন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥