• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাগ্নির গলায় মালা দিয়েছেন! দিদির মেয়েকে বিয়ে করেছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী

Published on:

How did Sabyasachi Chakraborty and Mithu Chakraborty got married

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় দুই তারকা হলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) এবং মিঠু চক্রবর্তী (Mithu Chakraborty)। অভিনয় গুণে বছরের পর বছর ধরে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তাঁরা। টলিপাড়ার এই দুই তারকা আবার বাস্তবে স্বামী-স্ত্রীও। সম্প্রতি তাঁদের নিয়েই এমন একটি তথ্য সামনে এসেছে যা এতদিন অনেকেই জানতেন না। সেকথা শোনার পর সকলেই বেশ অবাক হয়েছেন।

টলিপাড়ার কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর দর্শকদের অনেকের কাছেই পরিচিতি ‘ফেলুদা’ হিসেবে। কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই আইকনিক রোলে তাঁকেই দেখেছেন দর্শকরা। সব্যসাচীর কাছের মানুষরা তো বটেই, ইন্ডাস্ট্রির প্রত্যেকে একবাক্যে বলেন তাঁর মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অত্যন্ত দয়ালু স্বভাবের মানুষ তিনি। সেই সঙ্গে উচিত কথা মুখের ওপর বলার ক্ষমতাও রাখেন।

Sabyasachi Chakraborty

সব্যসাচী এমন একজন ব্যক্তিত্ব যার নাম কোনও বিতর্কে জড়ায়নি। বিনোদন দুনিয়ার তারকাদের ক্ষেত্রে যা আকছার হয়ে থাকে, সেই প্রেমঘটিত কোনও কেচ্ছাও নেই অভিনেতার। স্ত্রী মিঠু চক্রবর্তী ছাড়া তাঁর নাম কারোর সঙ্গে জড়ায়নি। তবে আপনি কি জানেন, মিঠু কিন্তু শুধুমাত্র সব্যসাচীর স্ত্রী নন, সম্পর্কে ভাগ্নিও!

একবার জনপ্রিয় একটি টক শোয়ে এসে সব্যসাচীর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন মিঠু। অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন, ‘এই দুনিয়ায় এমন মানুষ হয় না একথা একদম সত্যি’। এরপরই অভিনেত্রী জানান, ছোটবেলায় তিনি সব্যসাচীকে ‘মামা’ বলে ডাকতেন। কারণ সম্পর্কে অভিনেতা তাঁর মায়ের অনেকটা দূর সম্পর্কের ভাই ছিলেন।

Sabyasachi Chakraborty and Mithu Chakraborty

মিঠুর বাবা পেশায় ছিলেন ফাইটার পাইলট। আর্মি পরিবারের সন্তান হওয়ায় বেশ রক্ষণশীলতায় বড় হয়েছেন তিনি। সব্যসাচী ছিলেন অভিনেত্রীর মায়ের অনেক দূর সম্পর্কের এক ভাই। সেই হিসেবে তাঁকে ছোটবেলায় ‘মামা’ বলেই ডাকতেন মিঠু। অভিনেত্রীর কথায়, তিনি যখন টেপজামা পরে কার্নিশে হাঁটতেন তখন থেকে সব্যসাচীকে চেনেন তিনি।

যদিও ছোটবেলা থেকে আলাপ হলেও সব্যসাচী-মিঠুর কিন্তু প্রেম করে বিয়ে নয়। দুই পরিবারের তরফ থেকে দেখেশুনে বিয়ে দেওয়া হয়েছিল তাঁদের। এখন স্বামী, দুই ছেলে, ছেলের বৌদের নিয়ে সুখের সংসার করছেন মিঠু। তাঁর দুই ছেলে গৌরব এবং অর্জুন ও বড় ছেলের বৌ ঋদ্ধিমাও টলিপাড়ার জনপ্রিয় শিল্পী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥