• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্য মা হওয়ার পর কীভাবে করওয়া চৌথ পালন করলেন পূজা ব্যানার্জি! দেখুন ছবি

Published on:

শুভশ্রীর পর এবার সদ্য মা হয়েছেন অভিনেত্রী পুজা ব্যানার্জি। গত ৯ই অক্টোবর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পূজা। করোনার জেরে পূজা কুণালের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যায়। তাই সদ্য মা বাবা হওয়ায় বেজায় খুশি এই তারকা দম্পতি।

হিন্দি টেলি অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বহুদিনের সম্পর্ক পূজার। ‘তুঝ সঙ্গ প্রীত লগাই সাজনা’ ধারাবাহিকের সেট থেকেই প্রেমকাহিনি শুরু পূজা এবং কুণালের।এরই মাঝে রটেছিল বিয়ের আগেই নাকি অন্তসঃত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী জানান, আনুষ্ঠানিক ভাবে বিয়ের আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন দম্পতি। এরপত গর্ভবস্থার ছবি নিয়মিত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করতেন দেবো কি দেব ধারাবাহিকের পার্বতী।

 

View this post on Instagram

 

Diya ki roshni aur chand ki chandni????????

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

স্বামী কুণাল বর্মার সঙ্গে সদ্য জন্মানো একরত্তির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পূজা। কিন্তু করওয়া চৌথের দিন অভিনেত্রীর সাথে ছিলেন না তার স্বামী কুণাল। কাজের সূত্রে মুম্বাইয়ের বাইরে আছে। তাই এবার পুরোনো ছবি শেয়ার করেই করওয়া চৌথের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। দুবছর আগের ছবি ইন্সটা হ্যান্ডেলে শেয়ার করে পূজা ক্যাপশনে লেখেন, “তোমাকে খুব মিস করছি..তাড়াতাড়ি ফিরে এসো”। পোস্টের কমেন্টে দুটো হার্ট ইমোজি দিয়ে পূজাকে দূর থেকেই ভালোবাসা জানান কুণাল। আগেরবার নিজেদের মঙ্গল প্রার্থনা করে একসাথেই উপোস করেছিলেন পূজা কুণাল। এবার একসাথে না থাকলেও দুজনেই উপোস করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

Missing u come soon @kunalrverma

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥