• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ঋষির সাথে মানাচ্ছে না’, অডিশন থেকে বাদ পড়েও ‘ববি’ ছবিতে হিরোইন হয়েছিলেন ডিম্পল কাপাডিয়া

Published on:

Bobby,Bobby movie,Rishi Kapoor Dimple Kapadia,Rishi Kapoor,Dimple Kapadia,Dimple Kapadia in Bobby,Dimple Kapadia audition for Bobby,Bollywood,entertainment,ববি,ডিম্পল কাপাডিয়া,ঋষি কাপুর,ঋষি কাপুর ডিম্পল কাপাডিয়া,ববি ছবিতে ডিম্পল কাপাডিয়া,বলিউড,বিনোদন,ডিম্পল কাপাডিয়া ববি অডিশন

বলিউডের (Bollywood) ইতিহাসের অত্যন্ত চর্চিত ছবি হল ‘ববি’। ঋষি কাপুর (Rishi Kapoor) এবং ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) অভিনীত এই সিনেমা নিয়ে চর্চা এখনও হয়। এই ছবিটির প্রত্যেক পরতে রয়েছে নানান কাহিনী। আর সেই জন্যই এত দশক পরেও মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে ‘ববি’ (Bobby)।

ঋষি-ডিম্পল অভিনীত এই সিনেমা নিয়ে চর্চা হলেই সবার প্রথমে উঠে আসে তাঁদের রসায়নের কথা। এই ছবির মাধ্যমেই দর্শকদের মনে স্থান করে নিয়েছিলেন ঋষি-ডিম্পলের জুটি। সেই সঙ্গেই মানুষের মনে উঠেছিল নানান ধরণের প্রশ্নও।

Bobby movie

শোনা যায়, স্কুলে পড়ার সময় একটি বিজ্ঞাপন চোখে পড়েছিল ডিম্পলের। সেখানে লেখা ছিল, নতুন ছবির জন্য নায়িকার খোঁজ চলছে। পাশে বসে থাকা বান্ধবীকে ডিম্পল জানিয়েছিলেন, তিনি এই ছবির মুখ হতে চান। কারণ কিংবদন্তি রাজ কাপুরের সঙ্গে কাজ করার প্রবল ইচ্ছা ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে ডিম্পল চলে যান অডিশন দিতে।

তবে প্রথম অডিশনে বাদ দিয়ে দেওয়া হয় অভিনেত্রীকে। কারণ হিসেবে বলা হয়, এই ছবির জন্য তিনি বেমানান। কারণ নায়ক ঋষির পাশে তাঁকে একেবারেই মানাচ্ছে না। কিন্তু ডিম্পলও হার মানার পাত্রী ছিলেন না। তাঁর মধ্যে ছিল প্রবল বিশ্বাস এবং জেদ। প্রথম রিজেকশনে তাই হার মানেননি তিনি।

Bobby movie

জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই ডিম্পল ১০০ শতাংশ দেওয়ায় বিশ্বাসী। ‘ববি’র অডিশনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফলস্বরূপ, ছবির জন্য ডিম্পলকে ডেকে পাঠান রাজ কাপুর। ফের একবার তাঁর অডিশন নেন।

প্রথমবার রিজেক্ট হলেও, দ্বিতীয়বার রিজেক্ট করার কোনও সুযোগ দেননি ডিম্পল। এরপর তাঁকেই ছেলে ঋষি কাপুরের বিপরীতে কাস্ট করে নেন তিনি। এরপর হয় ছবির শ্যুটিং।‘ ববি’র জন্য ঋষি এবং ডিম্পল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। সেই জন্য দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল এই ছবি। এমনকি ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এও শোনা যায়, এই ছবির শ্যুটিং করতে গিয়ে বাস্তবেও একে অপরকে মন দিয়েছিলেন ঋষি এবং ডিম্পল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥