৭ ফেব্রুয়ারি জয়সলমেরে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। রূপকথার সেই বিয়ের রেশ এখনও কাটেনি। তবে রবিবার মুম্বইয়ে রাজকীয় রিসেপশনের (Sidharth Kiara reception) মাধ্যমে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহ পরবর্তী আচার অনুষ্ঠানে ইতি পড়ল। বলিউডের (Bollywood) একাধিক তারকাদের নিয়ে গতকাল মেতে উঠেছিলেন ‘শেরশাহ’ জুটি। করিনা কাপুর, কাজল থেকে শুরু করে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান- সিড-কিয়ারার গ্র্যান্ড রিসেপশনে উপস্থিত ছিলেন বি টাউনের প্রায় প্রত্যেক তারকা।
গতকালের অনুষ্ঠানের জন্য সিদ্ধার্থ-কিয়ারা বেছে নিয়েছিলেন ওয়েস্টার্ন পোশাক। শাড়ি কিংবা লেহেঙ্গা ছেড়ে স্টাইলিশ ফিস টেইল ড্রেসে সেজে উঠেছিলেন মিসেস মলহোত্রা। অপরদিকে অতিথিদের কথা বলা হলে, বি টাউনের বেশিরভাগ অভিনেত্রীই সিড-কিয়ারার রিসেপশনের জন্য বেছে নিয়েছিলেন শাড়ি। করিনা থেকে আলিয়া হয়ে কাজল- শাড়িতে নজরকাড়া দেখাচ্ছিল প্রত্যেককে।
প্রাক্তন প্রেমিকের রিসেপশনের জন্য আলিয়া যেমন সেজে উঠেছিলেন ভারী কাজের একটি এমবেলিশড শাড়িতে। অপরদিকে তাঁর ননদ করিনা পরেছিলেন গোলাপি রঙের একটি জমকালো শাড়ি। সিদ্ধার্থের ডেবিউ ছবির সহ অভিনেতা বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা আবার নজর কেড়েছিলেন ল্যাভেন্ডার রঙের একটি লেহেঙ্গায়।
তবে সবার মাঝে আলাদা করে নজর কাড়েন অভিনেত্রী দিশা পাটানি। সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের দিনও শরীর দেখানো পোশাক পরে নেটিজেনদের রোষের মুখে পড়েন তিনি। কেউ কেউ এও বলেন, কোথায় কেমন পোশাক পরে যেতে হয় তা নাকি দিশা জানেন না!
গতকালের অনুষ্ঠানে সবার প্রথমে পৌঁছেছিলেন অভিনেতা অভিষেক বচ্চন। তিনি আসার কিছুক্ষণ পরই আসেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের, অজয় দেবগণ এবং কাজল। সিড-কিয়ারার ফটোশ্যুটের জন্য দেবগণ দম্পতিকে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়েছিল। যে কারণে তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নেন কিয়ারা।
তবে সবকিছুর মাঝে আলাদা করে নজর কেড়েছে শ্বশুরের প্রতি কিয়ারার ব্যবহার। গতকাল পাপারাৎজিদের জন্য একসঙ্গে পোজ দিচ্ছিলেন মলহোত্রা এবং আডবানী পরিবার। কখন কোন ক্যামেরার দিকে তাকাতে হবে তা বলে দিচ্ছিলেন সিদ্ধার্থ এবং কিয়ারা। সেই সময়ই হুইলচেয়ারে বসে থাকা সিদ্ধার্থের বাবা কিছুটা কনফিউজ হয়ে যান। সঙ্গে সঙ্গে শ্বশুরমশাইকে বুঝিয়ে দেন কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নববধূ কিয়ারাকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। নেটাগরিকদের বক্তব্য, এখান থেকেই বোঝা যাচ্ছে তিনি কত ভালো ছেলের বৌ।