• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বোল্ড সিনের দৌলতেই মিলেছিল খ্যাতি, এক ভুলেই সব হারিয়ে সর্বহারা বাঙালি অভিনেত্রী!

Published on:

How Bengali Actress Tanusshree Dutta ruined her carrier in Bollywood

বলিউডে (Bollywood) গিয়ে নামডাক করেছেন এহেন বাঙালি অভিনেত্রীদের তালিকায় প্রথমদিকেই রয়েছে অভিনেত্রী তথা মিস.ইন্ডিয়া তনুশ্রী দত্তের (Tanushree Dutta) নাম। রুপালি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যেও তাঁর সাবলীল অভিনয় সেসময় আলোড়ন ফেলেছিল গোটা দেশে। স্রোতের বিপরীতে হেঁটে ‘সাহসী’ দৃশ্যে অভিনয়ের বেড়াজাল টপকে ছিলেন অবলীলায়।

তবে এককালে খ্যাতির শীর্ষে থাকা এই অভিনেত্রী আজ কোথায়? বহুদিন হয়ে গেল বড়পর্দায় দেখা নেই ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী। একসময় আলোয় ঘিরে থাকা এই অভিনেত্রী এখন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে থাকেন কয়েক ক্রোশ দূরে। জানা যায় আদতে জামসেদপুরের বাঙালি পরিবারের মেয়ে তনুশ্রী জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে ১৯ মার্চ। তখনও অভিনয় জগতে আসেননি অভিনেত্রী।

বলিউড,Bollywood,বাঙালি,Bengali,মিস.ইন্ডিয়া,Miss India,তনুশ্রী দত্ত,Tanushree Dutta,অভিনয় জীবন,Acting Career,আশিক বনায়া আপনে,Ashiq Banaya Apne

সালটা ছিল ২০০৪। এই বছরেই তনুশ্রীর মুকুটে জোড়ে নতুন পালক।  নিজের প্রতিভার জোরেই ২০০৪ সালে মিস. ইন্ডিয়ার সেরার শিরোপা পান এই বঙ্গ তনয়া। পরবর্তীতে তিনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন বলেই জানা যায়।তবে তাঁর জীবনের মোড় ঘুরিয়েছিল একটাই সিনেমা। তা হল ২০০৫ সালে মুক্তি প্রাপ্ত ‘আশিক বনায়া আপনে’ (Ashiq Banaya Apne)। তখনকার সিনেমায় তনুশ্রী অভিনীত একগুচ্ছ বোল্ড সিন আজও দারুন প্রাসঙ্গিক।

বলিউড,Bollywood,বাঙালি,Bengali,মিস.ইন্ডিয়া,Miss India,তনুশ্রী দত্ত,Tanushree Dutta,অভিনয় জীবন,Acting Career,আশিক বনায়া আপনে,Ashiq Banaya Apne

তখনকার দিনে বলিউডের ‘কিসিং কিং’ ইমরান হাশমির সঙ্গে শয্যা দৃশ্যে তনুশ্রীর সাবলীল অভিনয় তাঁকে রাতারাতি পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। পরবর্তীতে অভিনয় করেছেন ‘গুড বয় ব্যাড বয়’ ‘ভাগাম ভাগ’, ‘ঢোল’, কিংবা ‘চকোলেট’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায়। কিন্তু এখন আর অভিনয় করেন না তনুশ্রী। কিন্তু কেন? বারবার একথাই জানতে চেয়েছেন তাঁর অনুরাগীরা। আজ সেকথাই জানাবো আপনাদের।

আসলে ‘আশিক বনায়া আপনে’ করে যে পরিমাণ সাফল্য এসেছিল পরে তার ছিঁটেফোঁটাও সাফল্য আসেনি এই বঙ্গ তনয়ার অভিনয়ের ঝুলিতে। বারবার চেষ্টা করেও যখন সাফল্য আসছিল না কিছুতেই তখন আচমকাই এক বড় সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

Tanushree Dutta

২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ ছবির পর মাত্র ৫ বছরেই বিদায় জানান সাধের অভিনয়ের পেশাকে। তবে তনুশ্রী ভক্তদের জন্য সুখবর এই যে সম্প্রতি শোনা যাচ্ছে বহু বছর পর আবার বড়পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বলিউডে ফিরবেন অভিনেত্রী

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥