• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্লোরাল ডিপনেক গাউনে ফের নেট পাড়ায় ঝড় তুললেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান

Published on:

সেই শুরু রাজ চক্রবর্তীর ‘শত্রু’-তে, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। গত বছর বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন নুসরাত জাহান। যদিও তাঁর সম্পূর্ণ অন্য অবতার দেখা যায় তাঁর ইন্সটা হ্যান্ডেলে। টলিপাড়ার অনেকেরই ঈর্ষার কারণ নুসরাতের বোল্ড ও হট লুক। পাশাপাশি সুঠাম দেহ ও লম্বা গড়নের কারণে অনেকেই সুপারমডেলদের সঙ্গে এক সারিতে ফেলতে চান নুসরাতকে।

 

View this post on Instagram

 

All colours on me.. Life sure is a canvas!! ? @sandip3432

A post shared by Nusrat (@nusratchirps) on

লাগাতার হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি, বসিরহাটের দায়িত্বপ্রাপ্ত সাংসদ ও নুসরাত জাহান। এদিকে দুইদিক সামলেও ভক্তদের মন রাখতে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নতুন নতুন অবতারে হাজির হন তিনি। সম্প্রতি ফ্লোরাল ডিপ নেক একটি হলুদ গাউনে আবেদনময়ী চাহনিতে ফের নেট পাড়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী। এই নয়া অবতারে আয়নার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। তার লুক এবং হাসিতেই ঘায়েল নেট বাসী, তাই ছবি পোস্ট করতেই নিমেষে তা ভাইরাল নেট পাড়ায়।

 

View this post on Instagram

 

Durga Puja Vibes in the Air ? ?: @sandip3432 ?: @makeupartist.sourab ?‍♀️: @gini_love21 ?: @avi_shakee

A post shared by Nusrat (@nusratchirps) on

প্রসঙ্গত, এই পুজোতেই মুক্তি পেয়েছে টলিপাড়ার তিন নামজাদা তারকা নুসরাত-যশ-মিমির ছবি ‘এস ও এস কলকাতা’। এই প্রথম পর্দায় জুটি বেঁধেছেন যশ এবং নুসরাত। ছবির টিজার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছিল সিনে পাড়ায়। টলিউডে এই ধরনের কাজ আগে হয়নি বলেই দাবি ছবির কলাকুশলীদের। ছবির চিত্রনাট্য অনুযায়ী, এই রোমাঞ্চকর গল্পটি বোনা হয়েছে জঙ্গিদের বিরুদ্ধে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥