• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই-খড়ি সবাই ফেল! ছোটপর্দা কাঁপিয়ে জিতের সাথে বক্স অফিস কাঁপাতে চলেছেন জি বাংলার এই নায়িকা

Published on:

Haragouri Pice Hotel Oishani actress Suvosmita Mukherjee will be seen with Jeet in Chengiz Movie

বাংলা টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ‘হরগৌরী পাইস হোটেল’এ (Horogouri Pice Hotek) অভিনয় করে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। এই সিরিয়ালে নায়ক-নায়িকা শঙ্কর এবং ঐশানীর (Oishani) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল মজুমদার এবং নবাগতা অভিনেত্রী শুভস্মিতাকে। শুরু থেকেই শঙ্কর এবং ঐশানীর জুটি দারুণ পছন্দ দর্শকদের। পাশাপাশি তাঁদের সাবলীল অভিনয়ের প্রশংসাও করেছেন প্রত্যেকে।

‘হরগৌরী পাইস হোটেল’ শুরু হয়েছে কয়েকমাস আগে। এই সময়ের মধ্যেই দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে উঠতে পেরেছেন শঙ্কর-ঐশানীরা। বিশেষত নবাগতা শুভস্মিতার অভিনয়ের প্রশংসা করেছেন প্রত্যেকে। এবার এই অভিনেত্রীকেই টলি সুপারস্টার জিতের (Jeet) সঙ্গে তাঁর আগামী সিনেমায় দেখা যাবে।

Suvosmita Mukherjee and Jeet, Suvosmita Mukherjee in Chengiz movie

টলিউডের সেরা অভিনেতাদের নামের তালিকায় ওপরের দিকেই থাকে জিতের নাম। তাঁর সঙ্গে কাজ করা যে কোনও অভিনেত্রীর কাছে স্বপ্ন। শুভস্মিতার সেই স্বপ্নই এবার সত্যি হল। সুপারস্টার জিতের আগামী ছবি ‘চেঙ্গিজ’এ (Chengiz) দেখা যাবে ‘হরগৌরী পাইস হোটেল’এর ঐশানীকে।

স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ শুভস্মিতার কেরিয়ারের প্রথম সিরিয়াল। তবে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন অনেক আগেই। ছোটপর্দায় এর আগে না দেখা গেলেও, বেশ কিছু মিউজিক ভিডিও এবং ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনয় দেখেছেন দর্শকরা। এবার সেই শুভস্মিতাই বড়পর্দায় নিজের অভিনয় প্রতিভার প্রদর্শন করবেন।

Suvosmita Mukherjee, Suvosmita Mukherjee Chengiz movie, Suvosmita Mukherjee in Chengiz movie

পর্দার ঐশানী তথা শুভস্মিতার নাকি ইচ্ছা ছিল মডেল হওয়ার। মডেলিংয়ের মাধ্যমেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। কলেজে পড়াকানীক বহু ফ্যাশান শো জিতেছিলেন ‘হরগৌরী পাইস হোটেল’ নায়িকা। এরপরই তাঁর সামনে মিউজিক ভিডিও, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ আসতে থাকে। এরপর সেখানে নিজের কাজের মাধ্যমে সকলকে ইমপ্রেস করার পর শুভস্মিতার সামনে খুলে যায় টেলি দুনিয়ার দরজা। এবার তাঁকে দেখা যাবে ‘চেঙ্গিজ’এ।

Suvosmita Mukherjee, Suvosmita Mukherjee Chengiz movie

যদিও ‘চেঙ্গিজ’ শুভস্মিতার প্রথম ছবি নয়, এর আগে ‘ঘাসজমি’ ছবিতেও কাজ করেছেন তিনি। সেখানেও প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এবার সুপারস্টার জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। আগামী ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘চেঙ্গিজ’। এবার দেখা যাক, ছোটপর্দার মতো বড়পর্দাতেও শুভস্মিতা নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিতে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥