• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরে এল তোমায় আমায় মিলে ফ্লেভার! প্রথম পর্ব দেখেই হরগৌরি পাইস হোটেলের প্রশংসায় পঞ্চমুখ দর্শক 

Published on:

হরগৌরি পাইস হোটেল,Horogouri pice hotel,শংকর,Shankar,ঐশানি,Oishani,প্রতিক্রিয়া,Feedback,প্রথম পর্ব,First Episode

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের  সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়াল প্রেমী দর্শকদের। বাংলা সিরিয়ালের সাথে যদিও দর্শকদের সম্পর্ক আজকের নয়।  বহুদিন ধরেই সিরিয়াল দেখার চাহিদা রয়েছে দর্শক মহলে। তবে সময়ের সাথে এখন বদল এসেছে দর্শকদের রুচি এবং চাহিদায়।

তাই সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে বেরিয়ে একেবারে বাস্তব জীবন থেকে উঠে আসা বিষয়বস্তুই এখনকার দিনে জায়গা পাচ্ছে বেশিরভাগ ধারাবাহিকে। তবে একথা ঠিক দিনের শেষে আজকালকার সব সিরিয়ালেই শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লে সিরিয়ালের বয়স কম হলেও অল্প কয়েকদিনের বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল।

হরগৌরি পাইস হোটেল,Horogouri pice hotel,শংকর,Shankar,ঐশানি,Oishani,প্রতিক্রিয়া,Feedback,প্রথম পর্ব,First Episode

তার বদলে জায়গা নিয়েছে একের পর এক নতুন সিরিয়াল। এই যেমন গতকাল থেকেই সবেমাত্র টিভির পর্দায় শুরু স্টার জলসার নতুন সিরিয়াল ‘হরগৌরি পাইস হোটেল’ (Horogouri pice hotel)। এই সিরিয়ালের হাত ধরে বহুদিন পর আরো একবার টিভির পর্দায় ফিরেছে যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা। ইতিপূর্বে তারা উপহার দিয়েছে একধিক বাংলা সিরিয়াল।

নতুন সিরিয়ালে নায়ক শংকর (Shankar) এবং নায়িকা ঐশানির (Oishani)চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী শুভস্মিতা মুখার্জীকে। একদিকে নায়ক একেবারে ছাপোসা মধ্যবিত্ত বাঙালি বাড়ির ছেলে। অন্যদিকে ঐশানি একেবারে উচ্চবিত্ত পরিবারের আধুনিক মর্ডান একজন শিক্ষিতা মেয়ে। এই দুই বিপরীত মেরুর মানুষের মিল কিভাবে হয় তা নিয়ে ই তৈরি হয়েছে এই ধারাবাহিক।

কিছুদিন আগেই এক সাক্ষাৎকার যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত জানিয়েছিলেন এই ধারাবাহিকের গল্পের সাথে ভীষণ মিল রয়েছে তাদের। দেখতে গেলে এটা নাকি তাদেরই জীবনের গল্প। তাই শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রথম দিন টিভির পর্দায় সম্প্রচারের পর চ্যানেলের তরফে শেয়ার করা ধারাবাহিকের নতুন ভিডিও ক্লিপের কমেন্ট সেকশনে উঁকি দিলেই তা বোঝা যায় হামেশাই।

হরগৌরি পাইস হোটেল,Horogouri pice hotel,শংকর,Shankar,ঐশানি,Oishani,প্রতিক্রিয়া,Feedback,প্রথম পর্ব,First Episode

প্রতিক্রিয়া (Feedback) জানিয়ে সেখানে দর্শকদের একটা বড় অংশই লিখেছেন প্রত্যাশা মতোই প্রথম দিন এই ধারাবাহিক দেখে সকলের খুবই পছন্দ হয়েছে। সকলেই প্রশংসা করেছেন ধারাবাহিকের টাইটেল সং এরও। সেই সাথে অনেকেই বলেছেন এই ধারাবাহিক দেখতে দেখতে তাদের মনে ঘুরে ফিরে এসেছে এই প্রযোজনা সংস্থারই পুরনো সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের আমেজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥