• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই-দীপাকে টেক্কা দিয়ে শুরুতেই বাজিমাত, এক ছবির জন্য ৮৭টি পুরস্কার পেলেন এই অভিনেত্রী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভস্মিতা মুখার্জী (Suvosmita Mukherjee)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের ঐশানি (Oishani) নামেই বেশি পরিচিত। স্টার জলসার (Star Jalsha) এই জনপ্রিয় সিরিয়ালের হাত ধরেই ইদানিং দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী।

তবে অনেকেই হয়তো জানেন না ছোট পর্দার ডেবিউ করার অনেক আগেই বড় পর্দায় হাতেখড়ি হয়েছে তাঁর।  ২০২০ সালে শুভস্মিতা প্রথম অভিনয় করেছেন ‘ঘাসজমি’ সিনেমায়। আর জানা যাচ্ছে এই ছবিই সিনেমা জগতে টোরি করেছে এক নতুন রেকর্ড। একটা-দুটো নয় সম্প্রতি মোট ৮৭ টি পুরস্কার উঠেছে এই সিনেমার ঝুলিতে।

   

শুভস্মিতা মুখার্জী,Suvosmita Mukherjee,হরগৌরী পাইস হোটেল,Horogouri Pice Hotel,ঐশানি,Oishani,স্টার জলসা,Star Jalsha,খাসজমি,Ghasjomi,৮৭ টি পুরস্কার,87 Award

যা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রসঙ্গত পরিচালক সুমন্ত্র রায় পরিচালিত জাঁকজমকহীন বেনামি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরী এই সাদামাটা  সিনেমাটির মূল সম্পদ হল অভিনয়। নারী কেন্দ্রিক গল্প নিয়ে তৈরী এই সিনেমাটি এখনও পর্যন্ত সিনেমা হলে মুক্তি না পেলেও শোনা যাচ্ছে চলতি বছরের মে মাসেই সিনেমাটি বড় পর্দায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

তবে এই সিনেমায় পরিচালক জানিয়েছেন ইতিমধ্যেই দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসব থেকে ৮৭ পুরস্কার পাওয়া এই সিনেমাটি খুব শিগগিরই ১০০টি পুরস্কার পাওয়ার রেকর্ডও করে ফেলতে পারে। প্রায় তিন বছর আগে তৈরি এই সিনেমাতে রয়েছে দুজন মেয়ের গল্প। যার মধ্যে একজন গৃহবধূ চরিত্রে অভিনয় করেছেন থিয়েটার জগতের পরিচিত মুখ সঞ্জিতা।

শুভস্মিতা মুখার্জী,Suvosmita Mukherjee,হরগৌরী পাইস হোটেল,Horogouri Pice Hotel,ঐশানি,Oishani,স্টার জলসা,Star Jalsha,খাসজমি,Ghasjomi,৮৭ টি পুরস্কার,87 Award

অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী শুভস্মিতাকে। কর্মসূত্রেই তাদের পরিচয় আর বন্ধুত্ব। সেই থেকেই তাদের জীবনে আসে আমূল পরিবর্তন। সেই সব ঘটনাই  গল্পের মোড়কে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এছাড়া ওই সিনেমা দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাওন চক্রবর্তী এবং দেবাশিস চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত ঘাস জমির এই সাফল্যে ব্যাপক উচ্ছসিত ছোট পর্দার ঐশানি ওরফে শুভস্মিতা। এই ঘাস জমি ছাড়াও ইতিমধ্যেই শুভস্মিতাকে দেখা গিয়েছে জনপ্রিয় সিনেমা ‘কুলের আচার’, ‘শেডস অফ লাইফ’, ‘মিটার ডাউন’ সিনেমায়। এছাড়া জিতের ‘চেঙ্গিস’ ছবিতেও দেখা যাবে তাঁকে। তবে বড় পর্দায় এই সাফল্য পেলেও এই মুহূর্তে ছোট পর্দাতেই ঐশানি হয়ে চুটিয়ে  অভিনয় করছেন শুভস্মিতা।