• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাজিমাত করল হানিসিং-এর First kiss! ১দিনেই ভিউ পেরোলো ১ কোটি

Published on:

র‍্যাপ স্টার হানি সিং-এর (hone ysingh) গান মানেই তা যে সুপারহিট হবেই তা আর বলার অপেক্ষা রাখেনা। পুজোর প্রতিটা মন্ডপ থেকে ভাসান হানি সিং-য়ের গান ছাড়া যেন জমেই না। তার র‍্যাপ থেকে নাকি গলার গানের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। এরমধ্যেই মঙ্গলবারই রিলিজ হয়েছে হানি সিং এর নতুন গান ফার্স্ট কিস (First kiss)।

গানটি মুক্তি পেতেই ঝড়ের গতিতে ভাইরাল হয় নেট পাড়ায়। এই গানে হানির সঙ্গে ছিলেন ক্লাসিক্যাল ড্যান্সের প্রশিক্ষণপ্রাপ্ত ইপ্সিতা। এই গান দিয়েই অভিষেক হওয়ায় ইপ্সিতা খুবই উচ্ছ্বসিত। এবং হানিও রয়েছেন তার পুরোনো ছন্দেই। মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই এই ভিডিওর ভিউ ছুঁয়েছে ১০০ কোটি। ১০ লক্ষ লাইকের বন্যায় ইতিমধ্যেই ভেসে গেছে ভিডিওটি।

ভিডিওটির শ্যুটিং হওয়ার কথা ছিল লন্ডনে। কিন্তু এই করোনা মহামারী সমস্ত পরিকল্পনায় কার্যত জল ঢেলেছে৷ তাই কোনোমতে শ্যুটিং সারতে হয়েছে দিল্লি এবং দুবাইতে। কিন্তু তাতেও কিছুই এসে যায়নি। হানির গান মুক্তি পেতেই রাতারাতি হিট।নব্বইয়ের টাচ রয়েছে এই গানে৷ লিল গোলি, হোমি দিল্লিবালা, সিংঘস্টা -র সঙ্গে হানি সিং এই গান লিখেছেন৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥