• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকেরা অশিক্ষিতই ভালো ছিল, শাহরুখের ‘পাঠান’ বয়কটের দাবি উঠতেই বিস্ফোরক হানি সিং

Published on:

Honey Singh opens up after Boycott pathaan trends on internet

আর মাত্র মাস খানেকের অপেক্ষা। এরপরই ‘পাঠান’এর হাত ধরে নায়ক হিসেবে বড়পর্দায় ফিরবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। গত ৪ বছর ধরে এই দিনটার জন্যই হাপিত্যেশ করে বসেছিলেন ‘বাদশা’র অনুরাগীরা। অবশেষে সেই দিন শীঘ্রই আসতে চললেও এখন ‘পাঠান’ (Pathaan) বয়কটের ডাকে উত্তাল সোশ্যাল মিডিয়া। ‘রেশরম রঙ’ গান নিয়ে যে বিতর্কের (Besharam Rang controversy) সূত্রপাত তা এখনও চলছে।

শাহরুখ-দীপিকার ‘বেশরম রঙ’ গানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কারোর দাবি এই গান অশ্লীল। কেউ আবার বলেছেন, গানের মধ্যে গেরুয়া বিকিনি পরে হিন্দু ধর্মের অপমান করেছেন দীপিকা। মধ্যপ্রদেশ, অযোধ্যা-সহ বেশ কিছু রাজ্যে ভালোভাবে চোখে পড়ছে ‘পাঠান’ বিতর্কের আঁচ। সম্প্রতি পরমহংস আচার্য শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় র‍্যাপার হানি সিং (Honey Singh)।

Besharam Rang

দেশ যখন ‘পাঠান’ বিতর্কে উত্তাল, সেই সময় বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন হানি। ‘লুঙ্গি ডান্স’ গায়ক বলেন, ‘মত প্রকাশ করার স্বাধীনতা আগেও ছিল। মানুষ হয়তো এত শিক্ষিত ছিলেন না, কিন্তু অনেক বেশি বিবেকবান ছিলেন। আগেকার মানুষ বুদ্ধি দিয়ে সব বিষয়গুলিকে বিচার করে বিনোদন হিসেবে গ্রহণ করতে পারতেন’।

দর্শকদের সহনশীলতার আদর্শ উদাহরণ হিসেবে এ আর রহমানের ‘রুকমণি রুকমণি’ গানের উদাহরণ দেন হানি। গায়ক বলেন, ‘রহমান স্যারের গান ‘রুকমণি রুকমণি শাদি কে বাদ ক্যায়া ক্যায়া হুয়া’… মানুষ এই গানটিও মজার ছলে মেনে নিয়েছিলেন। এসব গান শুনে বড় হয়েছি। আর এখন যখন এই রকমই হালকা গোছের গান বানাই তখন মানুষ প্রতিবাদ শুরু করে দেন। এখনকার মানুষদের এত বেশি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠার মানে বুঝছি না। তাহলে বিনোদনের মানেটা কী?’

Honey Singh

শাহরুখ এবং দীপিকার সঙ্গে আগে কাজ করেছেন হানি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’এর জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’ গেয়েছিলেন তিনি। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই গান। এখনও অনেককে গুনগুন করতে শোনা যায় ‘লুঙ্গি ডান্স’।

‘চেন্নাই এক্সপ্রেস’এর এই গানের কথা মনে করিয়ে হানি বলেন, ‘দর্শকরা সেই সময়ও অনেক বিচক্ষণ ছিলেন। শায়েরির মর্ম বুঝতে পারতেন। এর মধ্যে ‘নোংরা’ কিছু দেখেননি। কিন্তু এখন যদি কেউ ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’এর মতো গান বানায় তাহলে তাঁর কপালে দুঃখ রয়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥