• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌদির সাথে পরকীয়া শেষ, অঘোরী তান্ত্রিক হয়ে ফিরছেন হানি বাফানা! প্রকাশ্যে নতুন সিরিয়ালের প্রোমো

Updated on:

Honey and Tumpa's new look in Sun Bangla's upcoming serial Shyama

টেলিভিশনের পর্দায় এখন প্রতি মাসে নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তাই স্বাভাবিকভাবেই প্রতিযোগিতাটাও খানিকটা বেশি। আর তাই এই সিরিয়ালের নির্মাতাদের প্রথম লক্ষ্য এখন  ভিন্ন স্বাদের গল্প। তাই সাংসারিক কুটকচালি,পরকীয়া কিংবা অন্যান্য বিষয়বস্তু নিয়ে গল্প থাকলেও বরাবরই দর্শকমহলে চাহিদা রয়েছে ভক্তিমূলক সিরিয়ালের। আর এই বিষয়টাকে হাতিয়ার করেই এবার সান বাংলার (Sun Bangla) পর্দায় আসতে চলেছে আরো এক জনপ্রিয় ভক্তিমূলক বাংলা সিরিয়াল ‘শ্যামা’ (Shyama)

এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা (Honey Bafna)। আর তাঁর  বিপরীতে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রথম প্রোমো। এই প্রোমো দেখামাত্রই দর্শক মহলে তৈরি হয়েছে দারুন কৌতুহল। বিশেষ করে নায়ক নায়িকার দুই ধরনের লুক  দেখে দারুণ চমকে গিয়েছেন দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সান বাংলা,Sun Bangla,শ্যামা,Shyama,হানি বাফনা,Honey Bafna,টুম্পা ঘোষ,Tumpa Ghosh,নতুন লুক,New Look,রহস্য,Suspence

এই তাদের এই দুটি ভিন্ন ধরনের লুকের কি রহস্য তা জানতে এখন থেকে কৌতুহলি হয়ে পড়েছেন সকলেই। প্রমোতে দেখা যাচ্ছে বেশ অভিজাত পরিবারের ছেলে জয় বন্দ্যোপাধ্যায়। এই চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। তার দাদু বকুল বন্দ্যোপাধ্যায় হলেন বিখ্যাত জ্যোতিষী। ধারাবাহিকে হানির নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী টুম্পা ঘোষ। তিনি এই সিরিয়ালে সতীপীঠের পুরোহিতের মেয়ে অরিত্রি।

আরও পড়ুনঃ টলি সুন্দরীদের টেক্কা! জি বাংলার মহালয়ায় এবারের দুর্গা, ‘বেঙ্গল টপার’ এই নায়িকা

অরিত্রিকে ভালোবেসেই বিয়েকরবে জয়। কিন্তু তাদের সংসার শুরু হওয়ার আগেই নেমে আসে ঘোর বিপদ। তাদের বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটতে শুরু করে নানান অদ্ভুত সব কান্ড কারখানা। প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের পর পাহাড়ে ঘুরতে গিয়েছিল জয় আর অরিত্রি।  কিন্তু সেখানেই আচমকা এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে তারা। এই গাড়ি দুর্ঘটনার পরেই দেখা যায় জয় হাজির তান্ত্রিকের বেশে।

আরও পড়ুনঃ ডিভোর্সের আগেই নতুন সম্পর্কে জড়িয়েছেন নবনীতা? ‘বউ’কে নিয়ে বিস্ফোরক পোস্ট জীতুর

এরপর দেখা যায় আদেশেই নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে চিতায় তুলে দিচ্ছে সে। এরপরেই দেখা যায় শ্যামা মায়ের আশীর্বাদ ধন্য অরিত্রিকে চিতায় তুলতেই চারিদিকে প্রচন্ড অন্ধকার ঘনিয়ে আসে। তখন প্রচন্ড ঝড়-বৃষ্টিতে নিভে যায় চিতার আগুন। ততক্ষনে চিতার আগুনে পুড়েই অরিত্রির ফর্সা গায়ের রং হয়ে যায় শ্যাম বর্ণের। এরপর দেখে যায় কল্যাণী রূপে স্বয়ং মা কালী আসে শ্যামা রুপি অরিত্রিকে নিতে।

এই নতুন প্রোমো দেখে ইতিমধ্যেই দর্শকদের মনে উঁকি দিচ্ছে একাধিক প্রশ্ন। প্রথমেই দর্শকরা জানতে চাইছেন অরিত্রি কি  কোন ষড়যন্ত্রের শিকার? আর জয়ের হঠাৎ তান্ত্রিকের বেশ ধরণের পিছনে কোন কারণ রয়েছে? কিম্বা এইভাবে চিতায় উঠেও অরিত্রির প্রাণ ফিরে পাওয়ার পিছনে কোন রহস্য রয়েছে? তবে  এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী মাসেই সান বাংলার পর্দায় শুরু হতে চলেছে এই নতুন সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥