• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১ সপ্তাহে খুশকির সমস্যায় ফুলস্টপ! চুলের যত্নে এই ৫ ঘরোয়া মাস্কের কাছে পার্লার ফেল

Updated on:

Homemade hair masks to solve hair problems

গ্রীষ্ম, বর্ষা হোক কিংবা শীত- ঋতু বদলালেও চুলের সমস্যা (Hair Problems) এখন লেগেই থাকে। কোনও মরসুমে চুল অত্যন্ত শুষ্ক হয়ে যায়, কখনও আবার খুশকি কিংবা স্ক্যাল্পে ফুসকুড়ির সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে চুল ওঠার (Hair Fall) সমস্যা তো লেগেই রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চুলের (Hair) যাবতীয় সমস্যা দূরে রাখতে হলে স্ক্যাল্প পরিষ্কার রাখা ভীষণ জরুরি, সেই সঙ্গে স্ক্যাল্পের দরকার পুষ্টি। আজকের প্রতিবেদনে তাই এমন ৫ ঘরোয়া মাস্কের (Homemade Hair Mask) হদিশ দেওয়া হল যা এই দুই কাজই করে।

কলা এবং মধু (Banana and Honey Hair Mask)- কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং পটাশিয়াম রয়েছে। এই ফল যেমন শরীরের জন্য ভালো, তেমনই চুলের জন্যেও। চুলের জেল্লা ধরে রাখতে, গোড়া মজবুত রাখতে কলার সঙ্গে মধু মিশিয়ে একটি মাস্ক বানিয়ে নিতে হবে। সপ্তাহে দু’দিন যদি এই হেয়ার মাস্ক মাখা হয়, তাহলে দেখবে চুল ওঠার সমস্যা দূর হয়েছে।

Banana and Honey hair mask

ডিম এবং অলিভ অয়েল (Egg and Olive Oil Hair Mask)- চুল ভালো রাখতে ডিমের উপকারিতার কথা আমরা প্রত্যেকেই জানি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন থাকে। এর সঙ্গে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর অলিভ অয়েল মিশিয়ে যদি হেয়ার মাস্ক বানিয়ে নেওয়া যায়, তাহলে চুলের অনেক সমস্যা দূর হয়।

Egg and Olive Oil hair mask

নারকেল তেল এবং অ্যালোভেরা (Coconut Oil and Aloe Vera Hair Mask)- নারকেল তেলে ভিটামিন, প্রোটিন এবং প্রয়োজনীয় ফ্যাট থাকে। চুলের ঘনত্ব বাড়াতে এর জুড়ি মেলা ভার। এছাড়া স্ক্যাল্পের আর্দ্রতা বাড়াতেও এটি কাজে আসে। এই নারকেল তেলের সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ফাঙ্গালে ভরপুর অ্যালোভেরা মিশিয়ে যদি মাস্ক বানানো যায় তাহলে স্ক্যাল্পের সংক্রমণ রুখতে সাহায্য করে।

Coconut Oil and Aloe Vera hair mask

দই এবং অ্যাভোকাডো (Yogurt and Avocado Hair Mask)- অ্যাভোকাডোয় প্রচুর পরিমাণে ভিটামিন বি, ই, অ্যান্টি অক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এটি চুলের ঘনত্ব বাড়াতে প্রচণ্ড কাজে আসে। পাশাপাশি দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। এটি শুষ্ক চুলের খেয়াল রাখতে দারুণ কার্যকর। সপ্তাহে একদিন যদি দই এবং অ্যাভোকাডোর হেয়ার মাস্ক চুলে লাগাতে পারেন, তাহলে যেমন চুল ঘন হবে, তেমনই বাড়বে জেল্লাও।

Yogurt and Avocado hair mask

মেথি বাটা (Methi Hair Mask)- খুশকি, চুল ওঠা  এবং স্ক্যাল্পের নানান সমস্যা দূর করার জন্য প্রাচীন কাল থেকেই মেথি ব্যবহৃত হয়ে আসছে। এতে প্রচুর পরিমাণে নিকোটিনিন অ্যাসিড, প্রোটিন এবং লেসিথিন থাকে, যা স্ক্যাল্পকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। এছাড়া ফলিকলগুলিকেও মজবুত করতে সাহায্য করে।

Methi hair mask

সেই জন্য চুলের খেয়াল রাখায় মেথির হেয়ার মাস্ক দারুণ কাজে আসে। এই মাস্ক বানাতে, দু’তিন টেবিল চামচ মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। সকালে উঠে সেই মেথি বেটে মাথায় মেখে নিতে হবে। আধ ঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহার করলেই নিজের চোখে ফলাফল দেখতে পাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥