চুলের দ্রুত বৃদ্ধির (Hair Growth) জন্য অনেকেই আস্থা রাখেন নানান রকম হেয়ার গ্রোথ সিরামের (Hair Growth Serum) ওপর। এখন বাজারে চুল বড় করার নানা রকম সিরাম কিনতে পাওয়া যায়। তবে অনেক সময়ই দেখা যায় সেগুলি ব্যবহার করে যথাযথ ফল পাওয়া যাচ্ছে না। সেই জন্য আজকের প্রতিবেদনে এমন একটি ঘরোয়া হেয়ার সিরামের (Homemade Hair Growth Serum) হদিশ দেওয়া হল যেটি মাত্র ২ ফোঁটা ব্যবহার করলেই হাতেনাতে রেজাল্ট পাবেন আপনি।
হেয়ার গ্রোথ সিরাম চুল বড় করার জন্য ভীষণ কার্যকর। একাধিক গবেষণায় জানা গিয়েছে, এই ধরণের হেয়ার গ্রোথ সিরাম নিয়মিত স্ক্যাল্পে ব্যবহার করা হলে উপকার পাওয়া যায়। পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। এর ফলে সহজেই পাতলা চুল ঘন হয়ে যায়। ঘন, কালো, জেল্লাদার চুল পেতে মহিলা-পুরুষ দু’জনেই ব্যবহার করতে পারেন এই হেয়ার সিরাম। চলুন দেখে নেওয়া যাক বানানোর পদ্ধতি।
ঘরোয়া হেয়ার গ্রোথ সিরাম বানানোর উপকরণ-
১ টেবিল চামচ নারকেল তেল
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১ টেবিল চামচ অলিভ অয়েল
৫ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল
৬ ফোঁটা আমন্ড অয়েল
১টি ভিটামিন ই ক্যাপসুল
কীভাবে বানাবেন?
প্রথমে একটি কাঁচের বাটি নিন। এরপর এর মধ্যে প্রথমে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এরপর তার সঙ্গে নারকেল তেল এবং অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর আমন্ড অয়েল, ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। প্রত্যেকটি উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে একটি কাঁচের শিশিতে ঢেলে রাখুন। ঘরোয়া এই হেয়ার সিরাম ড্রপারের সাহায্যে চুলে ব্যবহার করুন।
ব্যবহারের পদ্ধতি-
স্নান করার আগে চুলে এই সিরাম ব্যবহার করতে হয়। প্রথম চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন। এরপর আলতো হাতে স্ক্যাল্প ম্যাসাজ করুন। এরপর ড্রপারের মাধ্যমে স্ক্যাল্প এবং চুলের গোড়ায় এই হেয়ার সিরাম লাগান। তারপর ফের আবার ম্যাসাজ করুন। আধ ঘণ্টা মতো রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে কম করে ৩ দিন এই হেয়ার সিরাম ব্যবহার করুন। মাস খানেকের মধ্যে নিজের চোখে পরিবর্তন দেখতে পাবেন।