দেখতে দেখতে গরমের পরিমাণ যেন মাত্রা ছাড়িয়েছে। গরমের দায়ে একটু বেলা হলেই বাইরে বেরোনো দায় হয়ে পড়েছে। যা গরম পড়েছে অর্ধেক সময়েই সান্সক্রিমকেও হার মানিয়ে দিচ্ছে। যার ফলে রোডের মধ্যে বাইরে বেরিয়ে যাতায়াত করলেই গা পুড়ে যাচ্ছে। আজ বংট্রেন্ডের পাতায় রোদে পুড়ে ট্যান হয়ে যাওয়া ত্বকের কালো দাগ দূর করার কিছু সহজ উপায় (Sun Tan Removal Tips) নিয়ে হাজির হয়েছি।
কিন্তু এই কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানার আগে বুঝতে হবে কেন এমনটা হয়? ঠিক যেমন রোগ না জানলে ওষুধ বলে যায় না তেমনি এই সমস্যা যদি জড় থেকে উপরে ফেলতে হয় তাহলে সমস্যার কারণটাও একটু বিশদে জেনে রাখা ভালো। সূর্যের রোদে ত্বক কালো হয়ে যায় সেটা তো সকলেই জানেন। তবে আসলে ব্যাপারটা হল সূর্যের রোদের মধ্যে থাকা অতি বেগুনি রশ্মির জেরেই সানবার্ন বা রোদে পোড়া হয়ে যেত ত্বক। চলুন এবার এই কালো দাগ দূর করার উপায় গুলি জেনে নেওয়া যাক।
আলু (Potato) : রোডের মধ্যে ঘুরে বেরিয়ে ত্বক পুড়ে গিয়ে কালো দাগ হওয়া খুবই স্বাভাবিক। তবে একবার ত্বক পুড়ে গেলে পুরোনো রং ফিরে পেতে বেশ কিছুটা সময় লাগে। তবে সেটা ইনস্ট্যান্ট করতে চাইলে আপনাকে আলু ব্যবহার করতে হবে। এর জন্য আলু দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। আর স্নান করার কিছুক্ষণ আগে আলুর পেস্ট রোদে পোড়া জায়গায় লাগিয়ে শুকাতে দিতে হবে। শুকনো হয়ে গেলেই স্নান করে নিলেই তফাৎ বুঝতে পারবেন।
নারকেল তেল (Coconut Oil) : ত্বকের যত্নে নারকেল তেলের ব্যবহার বহুকাল ধরেই হয়ে আসছে। আর এই নারকেলের তেলই কিন্তু রোদে পোড়া ত্বকের যত্নে ম্যাজিকের মত কাজ করে। নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকে যেটা ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়াও নারকেল তেলের মধ্যে থাকা ভিটামিন ই ত্বকের দাগ কমাতে ও ত্বক মসৃণ করতে সাহায্য করে।
দুধ (Milk) : দুধ হল এমন একটা উপাদান যেটার অবদান মানুষের জীবনের প্রতিটা পর্যায়েই রয়েছে। আর ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও দুধ ম্যাজিকের মত কাজ করে। দুধের মধ্যে থাকা প্রোটিন, ফ্যাট থেকে শুরু করে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণগুলি ত্বকের রোদে পোড়ার জ্বালা কমিয়ে দিতে সাহায্য করে নিমেষেই।