• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়িতে তৈরী হেয়ার প্যাকে ২ সপ্তাহেই বন্ধ চুল পড়া! রইল উপকরণ সহ ব্যবহারের পদ্ধতি

Published on:

Hair pack,hair fall,hair,egg hair pack,onion hair pack,methi hair pack,tea hair pack,milk hair pack,lifestyle,lifestyle news,হেয়ার প্যাক,চুল ওঠা,চুল,মেথির হেয়ার প্যাক,কাঁচা দুধের হেয়ার প্যাক,পেঁয়াজের হেয়ার প্যাক,ডিমের হেয়ার প্যাক,চা পাতার হেয়ার প্যাক,লাইফস্টাইল,লাইফস্টাইল সংবাদ,hair packs to stop hair fall

কালো কুচকুচে স্বাস্থ্যোজ্জ্বল চুল (Hair) আমরা প্রত্যেকেই চাই। তবে আবহাওয়া, জলের সমস্যা, স্ট্রেসের প্রভাবে প্রায় সকলেই চুল ওঠার (Hair fall) সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া উকুন, খুশকির সমস্যা তো রয়েছেই। তবে আর চিন্তা করতে হবে না। আজকের প্রতিবেদনে এমন ৫টি হেয়ার প্যাক (Hair pack) তৈরির পদ্ধতি বলা হল, যেগুলি মাখার দু’সপ্তাহের মধ্যে চুল ওঠা বন্ধ হয়ে যাবে!

কাঁচা দুধের প্যাক (Milk hair pack) – এই হেয়ার প্যাকটি বানানোর জন্য লাগবে কাঁচা দুধ, পাকা পেঁপে, ভিটামিক ই ক্যাপসুল এবং ক্যাস্টার অয়েল। প্রথমে কাঁচা পেঁপে হাত দিয়ে চটকে নিন। এরপর নিজের চুলের দৈর্ঘ্য অনুযায়ী দুধ মেশান। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন বেশি পাতলা না হয়। এরপর সেই মিশ্রণে ভিটামিন ই ক্যাপসুল এবং ক্যাস্টার অয়েল দিন। মাথার স্ক্যাল্পে এই প্যাক লাগান। এক-দেড় ঘণ্টা রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলেই চুল ওঠা অনেকটা কমবে।

Milk hair mask

মেথির প্যাক (Methi hair pack) – এই হেয়ার প্যাকটি বানানোর জন্য প্রয়োজন হবে মেথি, কালো জিরে এবং গোলাপ জলের। ঈষদুষ্ণ গরম জলে ১০-১২ ঘণ্টা মেথি ভিজিয়ে রাখুন। সকালে মেথিগুলো ছেঁকে নিন। তবে মেথি ভেজানো জলটা কিন্তু ফেলবেন না। এরপর মেথি বেটে নিয়ে সেটির সঙ্গে অল্প পরিমাণে কালোজিরের তেল এবং গোলাপজল মেশান। মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পর সেটি মাথার স্ক্যাল্প সহ সম্পূর্ণ চুলে লাগান। ঘণ্টা খানেক রেখে চুলে শ্যাম্পু এবং মেথি ভেজানো জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। পরপর তিনদিন এই প্যাকটি ব্যবহার করতে হবে। তৃতীয়বার ব্যবহারের আগেই দেখবেন চুল পরা অনেকটা কমে গিয়েছে।

Methi hair mask

ডিমের প্যাক (Egg hair pack) – এই প্যাকটি তৈরিতে ডিম, টকদই, মধু, নারকেল তেল এবং কলা লাগবে। প্রথমে দু’টো ডিমের সাদা অংশ ফেটিয়ে নিতে হবে। এরপর একটি পাকা কলা হাত দিয়ে চটকে নিন। এরপর সেই চটকানো কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু এবং চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল মেশান। এরপর ফেটানো ডিমের সঙ্গে এই মিশ্রণটি এবং টকদই ভালোভাবে মিশিয়ে দিন। এরপর এই মিশ্রণ চুলের গোড়া থেকে ডগা অবধি লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করে ফেলুন। একদিন অন্তর এই প্যাকটি ব্যবহার করতে হবে। মধু স্ক্যাল্পে স্যুট না করলে অ্যালোভেরা জেল অথবা গোলাপজলও ব্যবহার করতে পারেন।

Egg hair mask

পেঁয়াজের প্যাক (Onion hair pack) – এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য লাগবে পেঁয়াজ, অ্যালোভেরা জেল এবং লেবুর রস। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ ভালো করে বেটে নিন। এরপর পেঁয়াজ বাটার সঙ্গে অল্প কয়েক ফোঁটা লেবুর রস এবং পরিমাণ অনুযায়ী অ্যালোভেরা জেল মেশান। এরপর চুলের গোড়ায় এই মিশ্রণটি লাগান। এরপর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে নিন। যতক্ষণ অবধি চুল শুকোচ্ছে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। সপ্তাহে তিনদিন এই প্যাক ব্যবহার করলেই অনেক উপকার পাবেন।

Onion hair mask

চা পাতার প্যাক (Tea hair pack) – চা করার পর পাতাটি ছেঁকে আমরা ফেলে দিই। তবে এই চা পাতা দিয়েই বানানো যায় একটি দারুণ হেয়ার প্যাক যেটি চুল ওঠা বন্ধ করতে সাহায্য করে। এই হেয়ার প্যাক বানানোর জন্য প্রয়োজন হয়, জ্বাল দেওয়া চা পাতা, অলিভ অয়েল, ল্যাভেন্ডার অয়েল এবং অল্প পরিমাণে অ্যাপেল সিডার ভিনিগার।

Tea leaf hair mask

প্রথমে একটি পাত্রে জল নিয়ে চা পাতা জ্বাল দিন। এরপর চা পাতা ছেঁকে সেই জলটি আলাদা পাত্রে তুলে রাখুন। এরপর জ্বাল দেওয়া চা পাতার সঙ্গে বাকি উপকরণগুলি মিশিয়ে প্যাক তৈরি করুন। বানানো হয়ে গেলে সেই প্যাক চুলে লাগান এবং যতক্ষণ অবধি না শুকোচ্ছে রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পুর পর চা পাতা জ্বাল দেওয়া জল দিয়ে চুল ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই চুল ওঠা বন্ধ হবে। মাত্র দু’সপ্তাহের মধ্যে উপকার পাবেন আপনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥