• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্ধ্যের হালকা খিদে মেটাতে পারফেক্ট পদ, রইল তুলোর মত নরম ফ্রেঞ্চ টোস্ট তৈরির রেসিপি

Published on:

ফ্রেঞ্চ টোস্ট,French Toast,Easy Recipie,সহজ রেসিপি,Egg,ডিম,Bread,পাউরুটি,Less Ingridients অল্প উপকরণ,Home made,বাড়িতে তৈরী

শহর জুড়ে এখন বৃষ্টির মরসুম। সকাল থেকেই মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি। এমন ওয়েদারে বিকেলবেলায় জানলা দিয়ে বৃষ্টি দেখার সাথেই যদি মুখের সামনে যদি মুখরোচক কোনো খাবার পাওয়া যায়। তাহলে তো বৃষ্টির দিনটা একেবারে জমে ক্ষীর। এমনিতে ডিম (Egg) পাউরুটির (Bread) টোস্ট তো প্রায়ই খাওয়া হয়ে থাকে। কিন্তু যদি বাড়িতে বসেই রেস্টুরেন্টের মত ফ্রেঞ্চ টোস্ট বানানো যায় তাহলে কেমন হয়! তাই আজ আপনাদের জন্য থাকছে কেকের মতো ফোলা নরম,তুলতুলে ‘ফ্রেঞ্চ টোস্ট’ (French Toast) তৈরি করার  রেসিপি।

বাড়িতেই রেস্টুরেন্টের মত ফ্রেঞ্চ টোস্ট বানানোর উপকরণ:

ফ্রেঞ্চ টোস্ট,French Toast,Easy Recipie,সহজ রেসিপি,Egg,ডিম,Bread,পাউরুটি,Less Ingridients অল্প উপকরণ,Home made,বাড়িতে তৈরী

  • স্লাইস পাউরুটি- ২ টো
  • ডিম – ২ টো
  • চিনি – ১ টেবিল চামচ
  • দুধ – ১ মিলিলিটার
  • মাখন -১০ গ্রাম

বাড়িতেই রেস্টুরেন্টের মত ফ্রেঞ্চ টোস্ট বানানোর পদ্ধতি :

ফ্রেঞ্চ টোস্ট,French Toast,Easy Recipie,সহজ রেসিপি,Egg,ডিম,Bread,পাউরুটি,Less Ingridients অল্প উপকরণ,Home made,বাড়িতে তৈরী

  • প্রথমে বেশ মোটা সাইজের দুটো স্লাইস পাউরুটি নিয়ে নিতে হবে ছুরি দিয়ে সাবধানে পাউরুটির ধারের অংশগুলো কেটে নিতে হবে।

ফ্রেঞ্চ টোস্ট,French Toast,Easy Recipie,সহজ রেসিপি,Egg,ডিম,Bread,পাউরুটি,Less Ingridients অল্প উপকরণ,Home made,বাড়িতে তৈরী

  • এবার একটি পাত্রে দুটি ডিম ফাটিয়ে নিয়ে নিতে হবে। এরপর ওই ডিমের মধ্যে ১ টেবিল চামচ চিনি আর মিলিলিটার দুধ মিশিয়ে নিতে হবে।

ফ্রেঞ্চ টোস্ট,French Toast,Easy Recipie,সহজ রেসিপি,Egg,ডিম,Bread,পাউরুটি,Less Ingridients অল্প উপকরণ,Home made,বাড়িতে তৈরী

  • এরপর একটি পাত্রে একটি প্রথমে একটি পাউরুটি নিয়ে তার মধ্যে দুধ ডিমের বেটারটা দিয়ে দিতে হবে। তারপর ওই পাউরুটির উপরে আরো একটা পাউরুটি দিয়ে বাকি বেটারটা দিয়ে উল্টে পাল্টে লাগিয়ে নিতে হবে। এরপর এইভাবে ২০ মিনিট রেখে দিতে হবে।

ফ্রেঞ্চ টোস্ট,French Toast,Easy Recipie,সহজ রেসিপি,Egg,ডিম,Bread,পাউরুটি,Less Ingridients অল্প উপকরণ,Home made,বাড়িতে তৈরী

  • এবার একটি প্যান গরম করে তার মধ্যে মাখন দিয়ে ডিম দুধের বেটার মিশিয়ে রাখা পাউরুটি দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই বাড়িতে বসেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে ডিম পাউরুটির ফ্রেঞ্চ টোস্ট।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥