• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫ মিনিটে জমিয়ে ফেলুন সন্ধ্যের চায়ের আসর! রইল ডিম, আলু দিয়ে মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি

সন্ধ্যের সময় চায়ের সাথে হালকা কিছু খাওয়ার থাকলে ভালোই হয়। আর মুখরোচক খাবারের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। চাইলে দোকান থেকে না কিনে বাড়িতেই একদম মুচমুচে আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়া যায়। আজ আপনাদের জন্য ডিম, আলু দিয়ে মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি (Home Made Crispy French Fry Recipe) নিয়ে হাজির হয়েছি।

Homemade Crispy Potato French Fry Recipe

   

ডিম, আলু দিয়ে মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

১. আলু
২. ডিম
৩.ময়দা
৪. কর্নফ্লাওয়ার
৫. চিলি ফ্লেক্স
৬. লঙ্কা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো
৭. পরিমাণ মত নুন
৮. রান্নার জন্য তেল

ডিম, আলু দিয়ে মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই তৈরির পদ্ধতিঃ

➥ সহজ এই রান্নার জন্য সবার একটু লম্বা লম্বা আলুকে বেছে নিতে হবে। এরপর সেগুলোকে একটু মোটা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মত করে কেটে নিতে হবে। আলু কেটে নেওয়ার পর বার কয়েক জলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

Homemade Crispy Potato French Fry Recipe

➥ শুকনো আলুর টুকরোকে একটা বড় পাত্র বা গামলায় নিয়ে নিতে হবে। আর তাতে প্রথমে দুটো ডিম তারপর একে একে পরিমাণ মত কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো, চাট মশলা গুঁড়ো, নুন দিয়ে দিতে হবে।

Homemade Crispy Potato French Fry Recipe

➥ সমস্ত মশলা দিয়ে নেওয়ার পর আলুর সাথে ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সব আলুর সাথে মশলা ভালোভাবে মিশে যায়।

Homemade Crispy Potato French Fry Recipe

➥ এরপর গ্যাসে কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল নিয়ে সেটাকে ভালো মত গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে আঁচ মিডিয়াম করে তাতে আলু গুলোকে এক এক করে ছাড়তে হবে আর লালচে করে ভেজে তুলে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই।