• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা ছাড়িয়ে সোজা হলিউড! শ্রাবন্তীর রূপে মুগ্ধ এই জনপ্রিয় মার্কিন তারকা

Updated on:

Tollywood,টলিউড,Srabanti Chatterjee,শ্রাবন্তী চ্যাটার্জী,Hollywood Star,হলিউড তারকা,John Cena,জন সেনা,Follow,ফলো,Twitter,টুইটার

বাংলার তথা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই সবসময় চর্চা চলতে থাকে পেজ থ্রির পাতায়। বলতে গেলে বিতর্ক যেন সারাক্ষণ পিছু ধাওয়া করে রয়েছে এই অভিনেত্রীর।

বিশেষ করে শ্রাবন্তী কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কি করছেন কি পরছেন এককথায় তাঁর হাঁড়ির  জানার জন্য অনুরাগীদের যেন  কৌতূহলের অন্ত নেই। তবে এই মুহূর্তে অভিনেত্রী যেন একেবারে আহ্লাদে আটখানা।  আসলে বাংলা তথা গোটা দেশের গণ্ডি ছড়িয়ে এবার শ্রাবন্তীর রূপের মাধুর্য এবার ছড়িয়ে পড়েছে সুদূর হলিউডে। কিন্তু কিভাবে? তাহলে ব্যাপারটা খোলসা করেই বলা যাক।

Tollywood,টলিউড,Srabanti Chatterjee,শ্রাবন্তী চ্যাটার্জী,Hollywood Star,হলিউড তারকা,John Cena,জন সেনা,Follow,ফলো,Twitter,টুইটার

আসলে সম্প্রতি টুইটারে এই অভিনেত্রীকে ফলো করেছেন জনপ্রিয় হলিউড তারকা জন সেনা (John Cena)। আর বিষয়টি নজরে যেতেই দারুন উচ্ছ্বসিত হয়ে পড়েছেন খোদ অভিনেত্রী নিজেই।  শ্রাবন্তী এই ঘটনায় এতটাই অবাক হয়েছেন যে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন,’ আমি এখনও শকে আছি। প্রথমে তো ভেবেছিলাম এটা ফেক অ্যাকাউন্ট অথবা জন সেনার কোনো ফ্যানের অ্যাকাউন্ট। কিন্তু পরে যখন অ্যাকাউন্টটা ভালো করে দেখলাম, তখন অ্যাকাউন্টে ব্লু টিক দেখলাম। আমি জানি না কি বলবো।’

Tollywood,টলিউড,Srabanti Chatterjee,শ্রাবন্তী চ্যাটার্জী,Hollywood Star,হলিউড তারকা,John Cena,জন সেনা,Follow,ফলো,Twitter,টুইটার

কিন্তু অদ্ভুতভাবে শ্রাবন্তী এদিন জানিয়েছেন তিনি  নাকি কোনোদিন জন সেনাকে ফলো করেননি কিংবা তাঁর প্রোফাইল লাইক কিংবা টুইট রিটুইট করেছেন। সেইজন্যেই অভিনেত্রী বুঝতে পারছিলেন না এই আন্তর্জাতিক তারকা কেন তাঁকে ফলো করছেন।

তবে শুধু শ্রাবন্তী একা নন। এই টলি অভিনেত্রী ছাড়াও জন সেনা টলিউডের নুসরত জাহান, যশ দাশগুপ্ত,বিরসা দাশগুপ্ত,অনিন্দ্য চ্যাটার্জীর মতো তারকাদের ফলো করেন। প্রসঙ্গত আসন্ন সিনেমা ‘বাবুসোনা’র শুটিংয়ের জন্য এই মুহূর্তে লন্ডনে রয়েছেন শ্রাবন্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥