• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দম নেই, অস্কার পেতে চলেছে ‘RRR’! সেরা অভিনেতা হতে চলেছেন দক্ষিণী তারকা Jr NTR

এস এস রাজামৌলীর ‘আরআরআর’ (RRR) বক্স অফিসে ঝড় তুলেছিল। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ, আলিয়া ভাট অভিনীত এই দেশপ্রেমমূলক ছবি দর্শকদের চরম ইমপ্রেস করেছিল। এবার মনে হচ্ছে, সেই সিনেমার হাত ধরেই ভারতীয় সিনেমার সুদিন আসতে চলেছে। অন্তত ভারতীয় সিনেমাপ্রেমী মানুষরা তো তেমনটাই আশা করছেন।

রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত এই সিনেমা সাউথ, বলিউড তো বটেই, হলিউডের অভিনেতা-অভিনেত্রি এবং পরিচালকদেরও মুগ্ধ করে দিয়েছিল। ‘গার্ডিয়েনস অফ গ্যালাক্সি’ পরিচালক জেমস গান থেকে শুরু করে ‘বেবি ড্রাইভার’এর পরিচালক এজার রাইট- রাজামৌলীর সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন প্রত্যেকে।

   

Hollywod magazine includes Jr NTR in best actor prediction list for Oscars 2023

লার্জার দ্যান লাইফ এই সিনেমার হাত ধরেই রাতারাতি গ্লোবাল তারকা হয়ে গিয়েছেন সাউথের দুই সুপারস্টার রাম চরণ (Ram Charan) এবং জুনিয়র এনটিআর (Jr NTR)। ‘ম্যান্ডি’, ‘ক্যাবিনেট অফ কিউরিয়োসিটি’ খ্যাত হলিউড স্ক্রিনরাইটার অ্যারন স্টুয়ার্ট যেমন জানিয়ে দিয়েছিলেন তিনি রাম চরণকে মুখ্য চরিত্রে রেখে একটি সিনেমা লিখতে চান।

SS Rajamouli with Jr NTR and Ram Charan

এবার এক নামী হলিউড ম্যাগাজিন জুনিয়র এনটিআর’কে অস্কারের (Oscars) সেরা অভিনেতার সম্ভাব্য তালিকায় রাখল। তবে হ্যাঁ, এর মানে একেবারেই এমনটা নয় যে সাউথ সুপারস্টার অস্কারের দৌড়ে ঢুকে পড়েছেন কিংবা অস্কার জেতার জন্য মনোনীত হয়েছেন। তবে এক নামী হলিউড ম্যাগাজিন কর্তৃক অস্কারের দৌড়ের জন্য মনোনীত হওয়াটাও কিন্তু কম কথা নয়। বিশেষত জুনিয়র এনটিআর’এর সঙ্গেই যখন মনোনীত হয়েছেন ক্রিস ইভানস, টম হ্যাঙ্কস, অ্যাডাম স্যান্ডলারের মতো তারকারা।

RRR movie

তবে শুধুমাত্র জুনিয়র এনটিআরই নন, সংশ্লিষ্ট ম্যাগাজিন ‘আরআরআর’কেও ২০২৩ অস্কারের সেরা সিনেমা হওয়ার সম্ভাব্য প্রতিযোগী হিসেবে রেখেছে। ভারতীয় দর্শকরা এবার আশায় বুক বাঁধছেন যে ‘আরআরআর’ এবং জুনিয়র এনটিআর যদি শেষ পর্যন্ত অস্কারের মনোনয়ন পায়, তাহলে নিঃসন্দেহে ভারতীয় সিনেমার একটি বড় প্রাপ্তি হবে।

রাজামৌলীর ‘আরআরআর’ সিনেমার রাম চরণ এবং জুনিয়র এনটিআর দু’জনেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করেছিলেন। রাম চরণ অভিনীত চরিত্রের নাম ছিল আল্লুরি সীতারামা এবং কুমারাম ভীমের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন জুনিয়র এনটিআর।

site