• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিক সময়ে পোলিও নিলে এমনটা হতনা! হট প্যান্ট পরে পটলের উদ্দাম নাচে তিতিবিরক্ত নেটিজেনরা

নির্ভয়া,হিয়া দে,টলিউড,ধর্ষণ,পটল কুমার গানওয়ালা,Nirbhaya,potol kumar ganwala,hiya dey,tollywood,রেপ,ট্রোল

একসময়ের জনপ্রিয় বাংলা সিরিয়াল (Serial) ‘পটল কুমার গানওয়ালা’। বাবা হারা এক মিষ্টি মেয়ের বাবাকে খোঁজা আর গান নিয়েই সিরিয়ালের মূল কাহিনী। গল্পে পটলের চরিত্রে অভিনয় করেছিল খুদে অভিনেত্রী হিয়া দে (Hiya Dey)। তবে হিয়াকে তার আসল নামের থেকে পটল নামেই লোকে বেশি চেনে। তবে আজ আর ছোট্টটি নেই হিয়া। সোশ্যাল মিডিয়ায় উত্তরোত্তর বাড়ছে তার ফলোয়ার্স সংখ্যা। এখন সে বেশ পরিণতও হয়েছে অভিনয়ের দিক থেকে।

এই মুহুর্তে ‘ফেলনা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে ধারাবাহিকের থেকেও সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা কয়েকগুণ বেশি। প্রতিদিনই কিছুনা কিছু ভিডিও অথবা ছবি শেয়ার করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে সেসব যে সবসময় অনুরাগীরা ভালো চোখে নেন, তা কিন্তু একেবারেই নয়। এমন একটা দিন যায়না যেদিন নতুন কোনোও রিল ভিডিও পোস্ট করেন না হিয়া।

নির্ভয়া,হিয়া দে,টলিউড,ধর্ষণ,পটল কুমার গানওয়ালা,Nirbhaya,potol kumar ganwala,hiya dey,tollywood,রেপ,ট্রোল

কেরিয়ারের দিক থেকে ছোট বয়সেও বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছে হিয়া। ইতিমধ্যেই বড়পর্দায় ‘নির্ভয়া’ ছবিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে নাম নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন হিয়া। ৪৫ হাজারেরও বেশি অনুগামী হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। শ্যুটিং এর ফাঁকে সময় পেলে কিংবা ইচ্ছে হলেই নাচ করেন হিয়া৷ ট্রেন্ডিং কোনোও গানই তিনি ছাড়েন না রিল বানানোর ক্ষেত্রে।

নির্ভয়া,হিয়া দে,টলিউড,ধর্ষণ,পটল কুমার গানওয়ালা,Nirbhaya,potol kumar ganwala,hiya dey,tollywood,রেপ,ট্রোল

শ্যুটিং এর ফাঁকে সময় মিলুক, বা বাড়িতে অবসর হিয়া রিল বানান। সম্প্রতি বলিউড গায়িকা নেহা কক্কার এবং গায়ক টনি কক্করের ‘মুর মুর কে’ গানে কোমড় দুলিয়েছেন তিনি। তার পরনে ছিল সাদা টপ এবং একটি হট প্যান্ট। স্বভাবতই নেটিজেনদের একাংশের তার নাচ মোটে পছন্দ হয়নি।

 

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

এর জেরেই সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষের মুখেও পড়েছেন হিয়া৷ একজন লিখেছেন, ঠিক সময়ে পোলিও খেলে এমনটা হতনা। কেউ কেউ লিখেছেন, ‘ওরে বোন একটু লেখাপড়া কর’। তবে এসমস্ত কমেন্ট তার ভিডিওতে নতুন নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥