• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোই পেকেছে ছোট পটল! ‘মদের গ্লাস’ হাতে ভিডিও দিতেই হিয়াকে ধুয়ে দিল নেটিজেনরা

Published on:

Hiya Dey AKA Potol trolled again for sharing this photo and video

বাংলার সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে হিয়া দে (Hiya Dey) অত্যন্ত পরিচিত মুখ। স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রাতারাতি আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন এই শিশুশিল্পী। পৌঁছে গিয়েছিলেন বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে। এখন যদিও আর ছোট্টটি নেই হিয়া, বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছেন তিনি।

তবে হিয়া বড় হলেও, দর্শকদের অনেকের কাছে তাঁর পরিচিতি পটল (Potol) নামেই। ‘পটল কুমার গানওয়ালা’র পর আরও বেশ কয়েকটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন। জনপ্রিয়তাও পেয়েছিলেন হিয়া। কিন্তু পটল চরিত্রটিই দর্শকদের মনে থেকে গিয়েছে। ছোট্ট পটলের সেই নিষ্পাপ হাসি এখনও ভুলতে পারেননি তাঁরা।

Potol Kumar Gaanwala Potol, Hiya Dey

তবে দর্শকদের প্রিয় এই পটলই এখন উঠতে বসতে ট্রোল (Trolled) হন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে মাঝেমধ্যেই নেটিজেনদের নানান কটু কথা শুনতে হয় তাঁকে। সম্প্রতি যেমন পানীয়ের গ্লাস হাতে নিজের একটি ছবি এবং ভিডিও শেয়ার করে ব্যাপক ট্রোল হয়েছেন তিনি।

যেকোনো সাধারণ মানুষের মতো হিয়ারও বয়স বাড়ার সঙ্গে হাবভাবেও কিছুটা বদল এসেছে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার নানান ট্রেন্ডে গা ভাসাতে দেখা যায় তাঁকে। অনেক সময় স্বল্প পোশাকেও হাজির হন তিনি। তবে নেটিজেনদের অনেকেই এই হিয়াকে মেনে নিতে পারেন না।

Hiya Dey, Hiya Dey trolled

সম্প্রতি যেমন হিয়ার দু’টি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং শুরু হয়েছে। এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে পানীয়ের গ্লাস হাতে স্টাইল করে বসে আছেন তিনি। দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে, সেই পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন হিয়া। আর তা দেখেই ধেয়ে আসছে নেটিজেনদের নানান কটাক্ষ। কেউ লিখেছেন, পটল ‘মাল’ খাচ্ছে। কেউ নাবালিকা অভিনেত্রীর বাবা-মায়ের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)


তবে হিয়াও চুপ করে থাকেননি। নিজের পোস্টের মাধ্যমেই অভিনেত্রী বলেছেন, অনেক মানুষই আছেন যারা তাঁকে পছন্দ করেন না। তবে সবার মতামতও তাঁর কাছে গুরুত্ব পায় না। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, তাঁর হাতের গ্লাসে পানীয় দেখে আপাত দৃষ্টিতে ওয়াইন মনে হলেও তা আদতে ক্র্যানবেরি কফি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥