• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেপোটিজমের বলিউডে টিকে থাকা দায়! সুশান্তের মতোই ফ্ল্যাট থেকে উদ্ধার টেলি অভিনেত্রীর দেহ

Published on:

Hindi television actress Vaishali Thakkar body found in her flat

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) নাম শুনলেই এখনও অনেকের চোখে জল আসে। অভিনেতার মৃত্যু মানতে পারেননি অনেকেই। তবে এসবের মাঝেই ফের বলিউডে (Bollywood) নেমে এল শোকের ছায়া। ফের একবার ইন্ডাস্ট্রিতে ফিরে এল সুশান্তের ছায়া। আর সেই খবর শুনেই আবারও মন ভেঙে গিয়েছে অনুরাগীদের।

সাম্প্রতিক অতীতে বলিউড এবং টলিউডের একাধিক শিল্পী আত্মহননের পথ বেছে নিয়েছেন। এবার সেই তালিকায় নাম তুললেন হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রির এক নামী অভিনেত্রী। ঠিক যেভাবে সুশান্তের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, তেমন ভাবেই এক জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল।

Sushant Singh Rajput

রবিবার সকালে হিন্দি টেলিভিশনের নামী অভিনেত্রী (Hindi television actress) বৈশালী ঠক্করের (Vaishali Thakkar) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, চলতি বছরই বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। আর এর মধ্যেই এমন মর্মান্তিক পরিণতি।

বৈশালী হিন্দি টেলিভিশনের দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। কাজ করেছিলেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। সেই তালিকায় নাম রয়েছে ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘সসুরাল সিমর কা’, ‘বিষ ইয়া অমৃত’এর মতো ধারাবাহিকের। ২০১৫ সালে হিনা খান অভিনীত ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বৈশালী।

Sushant Singh Rajput and Vaishali Thakkar

২০১৬ সাল পর্যন্ত ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’তে অভিনয় করেছিলেন বৈশালী। তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। এরপর ‘সসুরাল সিমর কা’য় সিমর এবং প্রেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। গত ৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা বৈশালীকে শেষ দেখা গিয়েছিল ‘রক্ষা বন্ধন’ ধারাবাহিকে।

Hindi television actress Vaishali Thakkar dies by suicide

জানিয়ে রাখি, বৈশালীর গত বছর অভিনন্দন সিং নামে কেনিয়ার একজন দাঁতের সার্জনের সঙ্গে বাগদান সেরেছিলেন। গত বছরই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে সেই বিয়ে পিছিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। পরে ভেঙে যায় সেই বিয়ে।

জানা যাচ্ছে, অভিনেত্রীর ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, তিনি এখন অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সম্পর্কে ধোকা পাওয়ার জন্য আত্মহননের পথ বেছে নিচ্ছেন তিনি। কিন্তু সেসবের মাঝেই বৈশালীর এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥