• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধর্ম পরিবর্তনের পর সন্তানের জন্য ছাড়বেন অভিনয়! ভুয়ো খবরে খেপে লাল হিন্দি সিরিয়ালের দীপিকা 

দ্বিতীয় বিয়ে করে ধর্ম পরিবর্তনের পর সন্তান জন্মের পর অভিনয় ছাড়ার কথা বলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় টেলি অভিনেত্রী দীপিকা কাক্কর (Dipika Kakkar)। জনপ্রিয় হিন্দি সিরিয়াল (Hindi Serial) ‘শ্বশুরাল সিমার কা’ (Sasural Simar Ka) করেই দেশজুড়ে বিপুল খ্যাতি পেয়েছিলেন এই টেলি অভিনেত্রী। সে সময় যখন এই সিরিয়ালটি  সম্প্রচারিত হতোতার আগে থেকেই কিন্তু  বিবাহিত ছিলেন দীপিকা।

কিন্তু সিরিয়ালের নায়ক শোয়েব ইব্রাহিমের (Shoaib Ibrahim) সাথে পরিচয় হওয়ার পর থেকেই জীবনটাই যেন বদলে যেতে শুরু করে এই অভিনেত্রীর। শোনা যায় সেই সময় শোয়েবের সাথে সম্পর্কের কারণেই সংসার ভেঙে বেরিয়ে এসেছিলেন দীপিকা। পরবর্তীতে ২০১৮ সালে শোয়েবের সাথে বিয়ে করে ধর্ম পরিবর্তন করে ছিলেন এই দীপিকা। মুসলিম নায়কের সাথে বিয়ের পর ধর্ম পরিবর্তন করায় তা নিয়ে ব্যাপক জলঘোলা  হয়েছিল সেই সময়।

   

Dipika Kakar, Dipika Kakar retirement

যদিও বরাবরই নিন্দুকদের  কোন সমালোচনাই কানে নেন না দীপিকা। পরবর্তীতে বিগ বস সিজন ১২-তে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন এই অভিনেত্রী। তবে টেলিভিশনের পর্দায়  শেষবার তাঁকে দেখা গিয়েছে ২০২০ সালে, ‘কহাঁ হম কহাঁ তুম’ সিরিয়ালে। এরপর মাঝে কেটে গিয়েছে তিন বছর। তবে এখনও পর্যন্ত নতুন কোন সিরিয়ালে মুখ দেখাননি দীপিকা।

 

View this post on Instagram

 

A post shared by Shoaib Ibrahim (@shoaib2087)


এরই মধ্যে শোনা আছে সন্তান সম্ভবা  হয়ে পড়েছেন দীপিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী শোয়েব ইব্রাহিমের সাথে একটি ছবি দিয়ে মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন তিনি গৃহবধূ হয়েই থাকতে পছন্দ করেন এবং সন্তান জন্মের পর তিনি অভিনয় থেকে বিরতি নিতে  চান।

এই খবর নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।  তবে এই খবর প্রকাশ্যে আসার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সুর বদল করে নতুন একটি সাক্ষাৎকারের দীপিকা জানিয়েছেন ‘হ্যাঁ আমি সংসার করতে ভালবাসি। গৃহবধূ হয়ে কাটাতে আপত্তি নেই। স্বামী শোহেবকে সেটা জানিয়েও ছিলাম। তবে মা হওয়ার পর যদি আমার মনে হয় তাহলে আবার অভিনয় ফিরতে পারি। সুতরাং অভিনয় ছাড়ার প্রশ্নই ওঠে না।’