• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অপমানিত হিন্দি ভাষা! RRR এর নতুন ট্রেলার থেকে বাদ পড়লেন আলিয়া অজয়

RRR,ajay devgan,alia bhatt,ott platform,zee 5,আরআরআর,আলিয়া ভাট,জি ফাইভ,অজয় দেবগণ,হিন্দি বিতর্ক

বিগত কয়েকদিন ধরে ভারতের রাষ্ট্রভাষা (India’s National Language) নিয়ে বেশ বিতর্ক চলছে। ইতিমধ্যেই একাধিক অভিনেতা অভিনেত্রীরা এই বিষয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন। দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপ (Kiccha Sudip) ও অজয় দেবগণের (Ajay Devgan) মধ্যেকার বিতর্ক যেন কিছুতেই থামারই নাম করছে না। বিতর্ক বাড়ছে দেখে অজয় ও সুদীপ দুজনেই নিজেদের মধ্যেকার বিতর্ক মিটে গেছে বলে দাবি করলেও আসলে যে ঠান্ডা লড়াই এখনও থামেনি তা ফের প্রমাণিত।

প্রতিনিয়ত রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে ভিন্ন তারকাদের মন্তব্য যেন বিতর্কের আগুনে আরও ঘি ঢালছে। এবার এসবের মাঝেই প্রকাশ্যে এল সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি RRR- এর নতুন ট্রেলার। দক্ষিণের এই বিগবাজেটের ছবি ইতিমধ্যেই বক্স অফিস কাঁপানোর পর, এবার মুক্তি পেতে চলেছে OTT মাধ্যমে।

RRR,ajay devgan,alia bhatt,ott platform,zee 5,আরআরআর,আলিয়া ভাট,জি ফাইভ,অজয় দেবগণ,হিন্দি বিতর্ক

আগামী ২০ শে এপ্রিল Zee 5 ওটিটি মাধ্যমে তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে RRR। শুক্রবার Zee5-এর ইউটিউবে চারটি ভাষায় প্রিমিয়ারের নতুন ট্রেলার প্রকাশ করেছে। কিন্তু সেই নতুন ট্রেলারে কোথাও নেই অজয় দেবগণ কিংবা আলিয়া ভাটের নাম। অথচ দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর, এবং রামচরণের নাম সেখানে জ্বলজ্বল করছে। কিন্তু গত ডিসেম্বরে মুক্তি পাওয়া RRR এর ট্রেলারে অজয়, আলিয়া উভয়েরই নাম ছিল।

RRR,ajay devgan,alia bhatt,ott platform,zee 5,আরআরআর,আলিয়া ভাট,জি ফাইভ,অজয় দেবগণ,হিন্দি বিতর্ক

প্রসঙ্গত, বিগত কয়েকমাস যাবৎ বলিউড বনাম দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রি (Bollywood Vs South Film Industry) নিয়ে আলোচনা তুঙ্গে। বলিউডের হিন্দি ছবিকে বলে বলে মাত দিচ্ছে দক্ষিণী ছবিগুলি। কারোর মতে দুর্দান্ত কাহিনী ও ভিএফেক্টসের কাজ তো কেউ বলছেন দুর্দান্ত অভিনয় দর্শকদের আকর্ষণ করছে। এই নিয়ে গত বেশকিছু মাস ধরেই চাপানউতোর চলছিল দুই ইন্ডাস্ট্রির মধ্যে, অবশেষে অজয় সুদীপের হিন্দি বিতর্ক তাতে ঘৃতাহুতির কাজ করেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥