• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি পরেই পুরুষদের মনে ঝটকা দিলো হিনা-জাহ্নবী-নোরা, তুমুল ভাইরাল ছবি

Published on:

উৎসবের মরশুমে ওয়েস্টার্ন পোশাকে অভিনেত্রীদের ছবি যেমন ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে, তেমনই তাঁদের ভারতীয় ক্লাসিক্যাল পোশাকে মানিয়েছে অনবদ্য। সম্প্রতি হিনা খান ও জাহ্নবী কাপুরকে দেখা গেছে মোহময়ী শাড়িতে, সঙ্গে অভারতীয় নোরার শাড়ি অবতারও যেন দীপাবলির রোশনাই বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ!

হিনা খান

বলিপাড়ার অন্যান্য সেলেবের মতোই হিনা খানও দীপাবলি উদযাপন করেছেন নিজের ভঙ্গিমায়। ইন্সটাগ্রামে শিফন শাড়ি পরিহিতা হিনাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। এমব্রয়ডারি করা নীলচে সবুজ রঙের শাড়ি এবং মানানসই রঙের দুলে অসাধারণ লেগেছে হিনাকে। জানা গেছে, শাড়িটি তৈরি করেছেন পল্লবী জয়পুর। শাড়িতে সুতোর কাজ এবং হালকা গোলাপি আভা শাড়িটিকে অসামান্য করে তুলেছে। ব্যাকলেস পাফ হাতার ব্লাউজের সাথে ন্যুড মেকআপ ও লম্বা কানের দুল একটি রেট্রো লুক এনেছে হিনার মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, হিনার শাড়িটির মূল্য প্রায় ৩৫,০০০ টাকা। এর আগেও ধনতেরাসে হলুদ-কালো শাড়িতে হিনার ছবি ব্যাপক ভাইরাল হয় নেট-দুনিয়ায়। সেই একই ঘটনার পুনরাবৃত্তিতে গ্ল্যামজগতের আলোচনার কেন্দ্রে হিনা!

জাহ্নবী কাপুর

নিজস্ব অফিসে দীপাবলির পূজা উপলক্ষ্যে জাহ্নবী বেছে নেন মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি। হলুদ ব্রোকেডের শাড়ির সাথে মিলিয়ে হলুদ এমব্রয়ডারি করা ব্লাউজ পরেন জাহ্নবী। লম্বা দুল এবং সাধারণ মেকআপেই অসাধারণ লেগেছে জাহ্নবীকে। পাশাপাশি অভিনেত্রীর বোন খুশি কাপুরও মণীশের ডিজাইন করা নীল রঙের পেশওয়াজ, সাদৃ জ্যাকেট ও ঘাগড়া পরেন।

নোরা ফাতেহি

বলিপাড়ার আইটেম গার্ল নোরাও তাঁর অসামান্য লুক শেয়ার করেছেন ইন্সটা প্ল্যাটফর্মে। ‘ফ্যাবিয়ানা’-র সেক্যুইন শাড়ির সঙ্গে ম্যাচ করে স্প্যাগেটি-স্ট্র্যাপড ব্লাউজ পরেন নোরা। নিজস্ব লুকে রাজকীয় ছোঁয়া আনতে শাড়ির সাথে মিলিয়ে দুল ও এমারেল্ড হার পরেন নোরা। সব মিলিয়ে নিজ মহিমায় ফ্যাশন-দুনিয়ার কেন্দ্রে নোরা ফাতেহি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥