বলিউডের (Bollywood) অন্যতম নামী গায়কদের (Singer) তালিকায় উপরের দিকেই নাম থাকবে হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya)। ৪৯ বছর বয়সি এই গায়কের জন্ম ১৯৭৩ সালের ২৩ জুলাই হয়েছিল। তবে জন্মের মাত্র কয়েক বছর পর হিমেশের জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল, যা মনে করে আজও কেঁদে ফেলেন গায়ক। কয়েক বছর আগে ৩৭ বছর বয়সি এই গায়ক তাঁর জীবনের সবচেয়ে কষ্টের (Tragic) দিন নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন।
হিমেশকে বলিউডে গান গাওয়ার পাশাপাশি বহু রিয়্যালিটি শো’য়ে বিচারকের আসনেও দেখা যায়। কিন্তু জখন সেই সকল শো’য়ে ‘আপনে’ ছবির টাইটেল ট্র্যাক, কিংবা রাখি বা পরিবার স্পেশ্যাল কোনও এপিসোড আসে, তখনই বাকি সকলের মুখে হাসি থাকলেও, হিমেশের চোখের কোনে চিকচিক করে জল।
২০২০ সালে ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’এর মঞ্চে এই বিষয়ে প্রথমবার মুখ খুলেছিলেন হিমেশ। রাখি স্পেশ্যাল সেই এপিসোডে নিজের জীবনের সবচেয়ে দুঃখের দিন নিয়ে কথা বলেছিলেন গায়ক। বলিপাড়ার এই নামী তারকা জানান, ওনার যখন মাত্র ১২ বছর বয়স, তখন তিনি নিজের দাদাকে হারান। আর ৩৭ বছর আগের সেই ব্যথাই এখনও কষ্ট দেয় তাঁকে। সেইদিনের কথা মনে পড়লেই এখনও নিজের কান্না থামাতে পারেন না তিনি।
হিমেশ বলেছিলেন, ‘অনেক বছর হয়ে গিয়েছে। কিন্তু কিছু ব্যথা এমন হয়, যা কখনও সাড়ে না’। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার বাবা নিজের সময়ের সেরা মিউজিশিয়ান ছিলেন। আমার এক বড় ভাই ছিল, জয়েশ। মাত্র ২১ বছর বয়সে ওঁর ব্রেন হ্যামারেজের কারণে মৃত্যু হয়েছিল। আমার বাবা ওঁর জন্য ছবি প্রযোজনা শুরু করেছিল। প্রযোজনা সংস্থাও খুলেছিল। আমি এরপরই ঠিক করি, চিরকাল বাবার সঙ্গে থাকব’।
বলিউডের এই জনপ্রিয় গায়কের কেরিয়ার গুজরাটি ধারাবাহিকে সঙ্গীত পরিচালক হিসেবে শুরু হয়েছিল। এরপর জি টিভির ‘আন্দাজ’ নামের ধারাবাহিক প্রযোজনা করেন। তবে বলিউডে সঙ্গীত পরিচালক হিসেবে সুযোগ পেয়েছিলেন ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’ ছবির মাধ্যমে। হিমেশ তাঁর বলিউডে সুযোগ পাওয়ার জন্য চিরকাল খান পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। সেলিম খান, সলমন খানের জন্যই বলিউডে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি, একথা বারবার বলেছেন হিমেশ।
গায়ক হিসেবে হিমেশের বলিউডে পথচলা শুরু হয়েছিল ‘আশিক বানায়া আপনে’ ছবির হাত ধরে। এই গানটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল। গায়কের কথায়, ‘আমি আমার বাবা এবং দাদার আশীর্বাদ পেয়েছিলাম। সত্যি কথা বলতে, ভাগ্য এবং কয়েকজনের আশীর্বাদ কিন্তু সর্বদা আমাদের পক্ষে কাজ করে’।