আজকাল দর্শকদের বিনোদনের জন্য একাধিক সিরিয়াল (Bengali Mega Serial) রয়েছে। তবে হাজারো নতুন সিরিয়াল এলেও পুরোনো এমন কিছু ধারাবাহিক রয়েছে যেগুলো মানুষ আজও ভুলতে পারেননি। এমনই একটি অতি জনপ্রিয় সিরিয়াল হল ‘বউ কথা কও’ (Bou Kotha Kou)। হ্যাঁ সিরিয়ালের নিখিল-মৌরি (Nikhil-Mouri) জুটি আজও সকলের মনে গেঁথে রয়েছে। একদশক পেরিয়ে এই জুটিকে এখনও মিস করেন দর্শকেরা।
ষ্টার জলসার পর্দায় সম্প্রসারিত হওয়া ‘বউ কথা কও’ সিরিয়ালটিই প্রথম ইতিহাস তৈরী করেছিলে টেলি দুনিয়ায়। ১০এরও বেশি TRP পেয়েছিল চ্যানেল। শুরু থেকে শেষ সন্ধ্যে হলেই প্রিয় জুটিকে দেখতে টেলিভিশনের সামনে হাজির হয়ে যেতেন সকলে। যেমন দুর্দান্ত অভিনয় তেমিন সম্পর্কের কেমিস্ট্রি। এমন একটা সুন্দর সিরিয়াল আবারও দেখানো হোক বহুবার এই দাবি তুলেছেন দর্শকরাই।
এবার ২০২৩ এর শুরুতেই দর্শকদের জন্য রইল দারুন সুখবর। হ্যাঁ ঠিকই আন্দাজ করতে পারছেন, আবারও ছোটপর্দায় ফিরতে চলেছে নিখিল-মৌরি ম্যাজিক। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত তোলপাড় হয়ে গিয়েছে নেটপাড়া। যদিও অফিসিয়াল কোনো খবর এই মুহূর্তে চ্যানেলের পক্ষ থেকে পাওয়া যায়নি। গুঞ্জনেই খুশি হয়ে গিয়েছেন দর্শকেরা।
এমনিতে সোশ্যাল মিডিয়াতে হামেশাই আলোচনা চলতে থাকে। ফ্যান পেজ থেকে শুরু করে ফ্যান গ্রূপ পর্যন্ত রয়েছে। এমনই কিছু গ্রুপে ইতিমধ্যেই চর্চা চলছে তুঙ্গে। এর পিছনে অবশ্য কিছুটা যুক্তিগত কারণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই শেষ হয়েছে ধূলোকনা সিরিয়াল। তাই এই মুহূর্তে ফাঁকা রয়েছে মানালি (Manali Manisha Dey), সেই কারণে নতুন সিরিয়ালে তাকে দেখা যেতেই পারে।
অন্যদিকে গোধূলি আলাপ সিরিয়ালে আদি চরিত্রে অভিনয় করছিলেন ঋজু বিশ্বাস (Riju Biswas)। কিন্তু গল্পে তাকে মেরে ফেলা হয়েছে। একদিকে মানালি অন্যদিকে ঋজু দুজনেই এখন পর্দার আড়ালে। এমন সময় নতুন করে ‘বউ কথা কও’ জুটি ফিরছে গুজন উঠতেই খুশি হয়ে গিয়েছেন সকলে। এবার অপেক্ষা আগামী দিনে কি হয় সেটা দেখার। আর সিরিয়ালের সমস্ত খবরের জন্য ফলো করুন বংট্রেন্ড।