ট্যাটু (Tattoo) এখন অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। টলিউড (Tollywood), বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ- অনেকের শরীরেই এখন ট্যাটু দেখতে পাওয়া যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রীর (Tollywood Actress) শরীরেও আঁকা রয়েছে নানান ধরণের ট্যাটু। যা আবার এতদিন অনেকেরই চোখের আড়ালে থেকেছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, টলিপাড়ার স্বপ্নসুন্দরীদের শরীরের কোথায় ট্যাটু (Tollywood Actress Tattoo) রয়েছে।
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)- টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের নামের তালিকায় মিমি ওপরের দিকেই স্থান করে নেবেন। শীঘ্রই আবার বলিউডেও পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। ফ্যাশান আইকন হিসেবে জনপ্রিয় এই টলি ডিভার শরীরের দু’টি অংশে ট্যাটু রয়েছে। হাত এবং পেটে ট্যাটু করানো আছে মিমির।
নুসরত জাহান (Nusrat Jahan)- টলি সুন্দরী নুসরত জাহানকে নিয়ে সংবাদমাধ্যমে হামেশাই চর্চা চলতে থাকে। কখনও নিজের ব্যক্তিগত জীবনের কারণে, কখনও আবার পেশাদার জীবনের সৌজন্যে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। টলিপাড়ার এই নামী অভিনেত্রীও কিন্তু বাস্তব জীবনে ট্যাটু লাভার। বুকে ট্যাটু রয়েছে নুসরতের।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)- নুসরতের মতো শ্রাবন্তীকে নিয়েও সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা লেগেই থাকে। নিজের কাজের চেয়ে বেশি অবশ্য ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রে উঠে আসেন অভিনেত্রী। টলিপাড়ার এই নামী অভিনেত্রীর শরীরেও কিন্তু ট্যাটু আঁকা রয়েছে। শ্রাবন্তীর বাম হাতের কব্জি এবং পিঠে ট্যাটু রয়েছে। মাঝেমধ্যেই অভিনেত্রীর ছবিতে দেখা যায় সেই ট্যাটুগুলি।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)- টলিউডের নামী অভিনেত্রী সায়ন্তিকার নামও তালিকায় রয়েছে। ‘আওয়ারা’ ছবির নায়িকার শরীরে এক নয়, বরং একাধিক ট্যাটু রয়েছে। এক কথায়, ‘ট্যাটু লাভার’ তিনি।
সায়ন্তিকার হাত, পা থেকে শুরু করে পিঠ- শরীরের একাধিক অঙ্গে ট্যাটু রয়েছে। অভিনেত্রী একবার জানিয়েছিলেন, তাঁর শরীরে যে ট্যাটুগুলি রয়েছে সেগুলির বিশেষ অর্থও আছে।