বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ব্যক্তিদের মধ্যে একজন হলেন হিরো আলম (Hero Alom)। তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কখনও তাঁর করা গান, কখনও অভিনয়, কখনও আবৃত্তি, আবার কখনও নেহাত তাঁর বেফাঁস মন্তব্য- হিরো আলম মানেই নেটপাড়ার ‘হট টপিক’। সম্প্রতি যেমন আরও একবার তাঁর একটি বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হিরো আলম এমন একজন ব্যক্তি যিনি নিজের বিতর্কিত বক্তব্যের মাধ্যমে সব সময় মানুষকে চমকে দেন। সম্প্রতি যেমন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি শোয়ে গিয়ে এমনই এক মন্তব্য করেছেন তিনি, যা শুনে সকলের চোখ কপালে উঠেছে।
ওপার বাংলার তারকা মুর্শিদাবাদের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রেমিকা রিয়া মণির সঙ্গে। তাঁকে দেখতে সেখানে এত দর্শক উপস্থিত হয়েছিল যে তা দেখে একেবারে মুগ্ধ হয়ে যান হিরো আলম। তিনি বলেন, দুই বাংলার মানুষের থেকেই তিনি এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ। এরপরই নিজের দীর্ঘদিনের ‘স্বপ্ন’এর কথা বলেন তিনি।
হিরো আলম জানান, ওপার বাংলার হলেও তিনি ভারতীয় সিনেমায় কাজ করতে ইচ্ছুক। তবে তাঁর কেবল একটি শর্ত আছে। বাংলাদেশি সুপারস্টার জানান, তাঁর বিপরীতে নায়িকা হিসেবে যদি দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নেওয়া হয় তাহলেই তিনি ভারতীয় সিনেমায় কাজ করবেন। কারণ বলিউডের ‘মস্তানি’র সঙ্গে কাজ করার স্বপ্ন নাকি তাঁর বহুদিনের।
ওপার বাংলার এই তারকার কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত বেশিরভাগ মানুষই অবাক হয়ে যান। তাঁর এই ‘স্বপ্ন’এর কথা এখন ছেয়ে গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমেও। সেই সঙ্গেই ফের একবার হিরো আলমের ‘বেফাঁস’ মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ‘বিচিত্র’ সঙ্গীত প্রতিভা এবং ‘অনন্যা’ অভিনয় গুণের জন্য মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়বস্তু হন হিরো আলম। তাঁকে নিয়ে তৈরি নানান মিম তো আকছার চোখে পড়ে। জানিয়ে রাখি, বাংলাদেশের এই জনপ্রিয় তারকা সোশ্যাল মিডিয়ায় এতটাই জনপ্রিয় যে ২০১৮ সালে সেদেশের গুগল সার্চ করা প্রথম ১০ বিষয়ের মধ্যে ছিল তাঁর নাম। তাই হিরো আলমের জনপ্রিয়তা ঠিক কতখানি এখান থেকে আঁচ করে নেওয়া যায়।