• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা গানের অবনতি প্রকাশ্যে! বাদাম কাকুর পর এবার রানু মন্ডলের সাথে গান বাঁধলেন হিরো আলম

হিরো আলম,রাণু মন্ডল,ভুবন বাদ্যকর,Ranu Mondal,hero alom,bhuban badyakar,song

বাংলার স্বর্ণ যুগের গান শুনলে আজও শান্তিতে চোখ বুজে আসে। লতা, আশা, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার তাদের গানের যেমন সুর তেমন কথা। পরবর্তীতে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং -রাও বাংলা সঙ্গীত জগতকে অন্য মাত্রা দান করেছেন। কিন্তু এখন উপরিউক্ত শিল্পীদের থেকেও বেশি জনপ্রিয় ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। দিন কয়েক আগেই তার সাথে জুটি বেঁধেছিলেন বাংলাদেশের আরেক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (Hero Alom)।

তার সৃষ্টির গুণগত মান কতটা তা নিয়ে বেশি কথায় না যাওয়াই ভালো, কিন্তু তার জনপ্রিয়তা যে আকাশ ছোঁয়া তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা৷ আলম কথা দিয়েছিলেন, তিনি পর পর দুখানা চমক নিয়ে হাজির হবেন। যার একটি ইতিমধ্যেই সকলের জানা। ওপার বাংলা থেকে উড়ে এসে এপার বাংলার ভাইরাল গায়ক ভুবন বাবুর সঙ্গে গানের রেকর্ডিং সেরেছিলেন আলম।

Bhuban Badyakar Hero Alom Duet Song How Funny

দ্বিতীয় চমকটির কথা জানা গিয়েছে রবিবার। বাদাম কাকুর পর এবার আলমের সহ শিল্পী রানাঘাটের ভাইরাল গায়িকা রাণু মন্ডল৷ হিরো আলমের সাথে নতুন গান নিয়ে ফিরছেন তিনি। ‘তুমি ছাড়া আমি’ গানটি আলমের সাথে গাইবেন রাণু। গানটি লিখেছেন নজরুল কবির। সুর এফ এ প্রীতমের। সংগীত আয়োজনে ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন।ইতিমধ্যেই লেক টাউনের একটা স্টুডিওতে গানের রেকর্ডিং শেষ হয়েছে বলে জানা যাচ্ছে।

হিরো আলম,রাণু মন্ডল,ভুবন বাদ্যকর,Ranu Mondal,hero alom,bhuban badyakar,song

রাণু মন্ডলের সাথে কাজ করে হিরো আলমের সাফ বক্তব্য, ‘‘রাণু দিদি তো সত্যিকার অর্থে ভাল গায়িকা। তাঁর কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া ছুটে এসেছেন। ওনার সাথে গান গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি।” তার আশা, ভুবন বাবু এবং রাণুর সাথে গাওয়া দুটি গানই ভাইরাল হবে। তবে এই খবর শুনে বেশ চিন্তিত বাংলার সঙ্গীত প্রেমীরা৷ তাদের বক্তব্য, ক্রমেই নিজের আভিজাত্য হারাচ্ছে বাংলা গান।

https://youtu.be/QP47VVy_woQ

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥