বাংলাদেশের জনপ্রিয় গায়ক তথা নায়ক হলেন হিরো আলম (Hero Alom)। এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে এখন শুধু গান কিংবা অভিনয়েই আটকে নেই হিরো আলম। সেইসাথে সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন বাংলাদেশের রাজনীতিতেও।
যা নিয়ে অতি সম্প্রতি বাংলাদেশেরই জনপ্রিয় নাট্যকার মামুনুর রশিদ (Mamunur Rashid) বিরক্তি প্রকাশ করে হিরো আলমের নাম নিয়েই বলেছিলেন ‘এই হিরো আলম নিয়ে আমি অনেক দিনই বিরক্ত ছিলাম। বিরক্ত ছিলাম এই কারণেও আমাদের দেশের মানুষের তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে।
এছাড়া তিনি জানিয়েছিলেন আগে তিনি হিরো আলম সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর পরিচিত কয়েকজনের কাছে এই হিরো আলম কে এবং তার কাজকর্ম শোনার পর থেকেই বেশ বিরক্ত ছিলেন। আর এর ওপর যখন তিনি দেখলেন হিরো আলম সংসদ নির্বাচন করছে তখন প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য করেন হিরো আলম প্রসঙ্গে।
আর মামুনুর রশিদের এহেন মন্তব্যের পর তাকে পাল্টা জবাব দিতেন ভোলেননি খোদ হিরো আলম। সম্প্রতি এপ্রসঙ্গে ফেসবুক লাইভে এসে সরাসরি মামুনুর রশিদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাদের রুচি হয় না সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এজন্য রুচিবানেরা বাংলাদেশে রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দিন’।
এরপরেই সরাসরি মামুনুর রশিদকে একহাত নিয়ে তিনি বলেন ‘মামুনুর রশিদ স্যার আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছেন তারা সবাই আপনাকে ধুয়ে দেবেন। সেই সাথে ক্ষোভ উগরে দিয়ে হিরো আলমের মন্তব্য ‘আমি কি অন্যায় করেছি? কেন আমার সবকিছু নিয়ে মানুষ টর্চার করে? এই সমাজ কেন আমাকে রুচিসম্মত লোক বানাতে পারল না’?
এরপর সরাসরি হিরো আলমের চ্যালেঞ্জ ‘আপনাদের যদি এতই রুচিতে বাঁধে তাহলে প্রধানমন্ত্রী কে বলে আমাকে দেশ থেকে বের করে দিন। না হলে জেলে বন্দি করে রাখুন’। শুধু তাই নয়, এদিন প্রকাশ্যে লাইভে এসে আত্মহত্যা করার হুমকি দিয়ে তিনি বলেন ‘আমি মরে গেলে দেশের রুচিসম্মত লোক দায়ী থাকবেন। রুচি কী বোঝায় আমি বুঝিনা।