• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাধিক নারীর সাথে ফষ্টিনষ্টি, সেক্সের অভিযোগ! নুসরত জাহানের সাথে সংসার ভাঙল হিরো আলমের

বাংলদেশের অভিনেতা হিরো আলম (Hero Alam)। যার আসল নাম আশরাফুল আলম হলেও হিরো আলম নামেই তিনি বেশি পরিচিত। তিনি এই মুহুর্তে নেটপাড়ার নয়া সেনসেশন। ফেসবুক থেকে ইউটিউবে তার দাপট অব্যাহত। অভিনয় থেকে শুরু করে নাচ গান যে ভিডিওই শেয়ার করুন না কেন নেটপাড়ায় বহুবার ট্রোলের শিকার হতে হয়ে তাকে। তবু হাল ছাড়তে বাধ্য নন আলম। সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই ভাইরাল স্টার ‘বাদাম কাকু’ ওরফে ভুবন বাদ্যকর এবং রানু মন্ডলের সাথে গান বেঁধেছেন তিনি।

কিন্তু তারপরেই বিপদ ঘনিয়ে এল আলমের জীবনে। বিয়ে ভাঙতে বসেছে হিরো আলমের। জানা যাচ্ছে বাংলাদেশী তারকার হিরো আলমের দুটি বিয়ে। তার দ্বিতীয় স্ত্রী এর নাম নুসরত জাহান। ২০১৯ সালে বিয়ে করেন বাংলাদেশের এই জনপ্রিয় তারকা। জানা গেছে, বাংলাদেশের বগুড়ায় হিরো আলমের প্রথম পক্ষের স্ত্রী ও তার সন্তান থাকেন। এই প্রসঙ্গেই তারকার দ্বিতীয় পক্ষের স্ত্রী জানান যে, তিনি জানতেনই না তার প্রথম পক্ষের স্ত্রীয়ের সাথে আলমের ডিভোর্সই হয়নি।

   

Hero Alam,Ranu mondol,Bhuban Badyakar,Tollywood,Entertainment news,Gossip,viral,পূজাহিরো আলম,রানু মন্ডল,ভূবন বাদ্যকার,টলিউড,বিনোদন,গসিপ,ভাইরাল,Ranu Mondol dued with hero alam,Hero alam dued with bhuban badyakar,Broken marriage of hero alam,Bengali News,Latest Bengali News,Bengali viral News,Bollywood news,Tollywood news,হিরো আলমের সাথে রানু মন্ডলের ডুয়েট গান,বিয়ে ভাঙল বাংলাদেশের তারকা হিরো আলমের,বাংলা নিউজ,লেটেস্ট বাংলা নিউজ,বাংলা ভাইরাল খবর,বলিউড নিউজ,টলিউড নিউজ

এবার বর্তমান স্ত্রীয়ের সাথে তার সম্পর্কের টানাপোড়েন বড় জায়গায় গিয়েছে। এই নিয়েও জল্পনার শেষ নেই। কিন্তু শেষ পর্যন্ত আর বৈবাহিক সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারলেন না বাংলাদেশের ভাইরাল তারকা হিরো আলম। তার বর্তমান স্ত্রী নুসরত জাহানের অভিযোগ, প্রাক্তন স্ত্রীয়ের সাথে এখনও পর্যন্ত যোগাযোগ রেখে চলেছেন হিরো আলম।

Hero Alam,Ranu mondol,Bhuban Badyakar,Tollywood,Entertainment news,Gossip,viral,পূজাহিরো আলম,রানু মন্ডল,ভূবন বাদ্যকার,টলিউড,বিনোদন,গসিপ,ভাইরাল,Ranu Mondol dued with hero alam,Hero alam dued with bhuban badyakar,Broken marriage of hero alam,Bengali News,Latest Bengali News,Bengali viral News,Bollywood news,Tollywood news,হিরো আলমের সাথে রানু মন্ডলের ডুয়েট গান,বিয়ে ভাঙল বাংলাদেশের তারকা হিরো আলমের,বাংলা নিউজ,লেটেস্ট বাংলা নিউজ,বাংলা ভাইরাল খবর,বলিউড নিউজ,টলিউড নিউজ

শুধু তাই নয়, নুসরত জাহানের আরও অভিযোগ শুধু প্রাক্তন স্ত্রীই নয় আরও অন্যান্য নারী সঙ্গের সাথে নিত্য যোগাযোগ রয়েছে আলমের। এই কারণেই, অভিনেতাকে ডিভোর্স এর নোটিশ দিয়েছেন নুসরত। না গেছে, বিয়ের পর থেকে একসঙ্গে কাজ করতেন তারা। আর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবার পরেও এখনও পর্যন্ত এক সঙ্গে কাজ করছেন নুসরত ও হিরো আলম। এই মুহুর্তে নুসরত রয়েছেন তার বাবা মায়ের সাথেই, কিন্তু তিনি এও জানিয়েছেন তার এখনও সংসার করার ইচ্ছে রয়েছে।