• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান! প্রকাশ্যে হিরো আলম ও রানু মন্ডলের বহু প্রতীক্ষিত রোমান্টিক গান, ভাইরাল ভিডিও

রানু মন্ডল,হিরো আলম,গান,ভাইরাল,ভিডিও,Ranu Mondal,Hero alom,viral song

এপার বাংলা থেকে ওপার বাংলা দুই ভাইরাল স্টার হিরো আলম (Hero Alom) এবং রানু মন্ডলকে চেনে না এমন বাঙালি দূরবীনেও নজরে আসবেনা। তার দুজনেই ইন্টারনেটের সেনসেশন। তাবড় তাবড় তারকাদের থেকেও বেশি শিরোনামে থাকেন তারা৷ তবে আক্ষেপ অনেকেরই যে, এদের হাত ধরেই দিনে দিনে সূচিত হচ্ছে বাংলা গানের অবনতি। বাংলার স্বর্ণ যুগের গান শুনলে আজও শান্তিতে চোখ বুজে আসে। লতা, আশা, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার তাদের গানের যেমন সুর তেমন কথা। পরবর্তীতে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং -রাও বাংলা সঙ্গীত জগতকে অন্য মাত্রা দান করেছেন।

কিন্তু এখন উপরিউক্ত শিল্পীদের থেকেও বেশি জনপ্রিয় ভুবন বাদ্যকর (Bhuban Badyakar), কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। দিন কয়েক আগেই তার সাথে জুটি বেঁধেছিলেন বাংলাদেশের জনপ্রিয় ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (Hero Alom)। পাশাপাশি এও শোনা গিয়েছিল আলম খুব শিগগিরই গান বাঁধবেন রানু মন্ডলের সাথে৷

Kacha Badam Bhuban Badyakar Hero Alom New Duet Song How Funny

এদিকে, প্রায় এক বছর পর ফের সঙ্গীত জগতে ফিরেছেন রাণু মন্ডল (Ranu Mondal)। চুটিয়ে কাজ চলছে তারই বায়োপিক ‘মিস রানু মারিয়ার’। নিজের বায়োপিকে গান গাইবেন স্বয়ং রানাঘাট স্টেশনের রাণুই। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্যাকটাস খ্যাত সিধু। সেই গান শেষ হতেনা হতেই আসছে তার নতুন গান।

রানু মন্ডল,হিরো আলম,গান,ভাইরাল,ভিডিও,Ranu Mondal,Hero alom,viral song

ওপার বাংলা থেকে উড়ে এসে এপার বাংলার ভাইরাল গায়ক ভুবন বাবু এবং রানু দিদির সাথে গানের রেকর্ডিং সেরেছিলেন আলম, সে খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ অধীর আগ্রহে অপেক্ষারত ছিলেন এই জুটির গান শুনবেন বলে। অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত সেই গান। ‘তুমি ছাড়া আমি’ শিরোনামের এই গানের রেকর্ডিং এর একটি অংশ প্রকাশ্যে আসতেই ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে দুজনের পরনেই রয়েছে লাল পোশাক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥